Gold Price Today: আজ লক্ষ্মীবারে সোনার দামে হেরফের, এই দীপাবলিতে দুর্দান্ত সুযোগ।
বেশ অনেক কিছুর উপর নির্ভর করে ঠিক করা হয় ভারতে সোনা এবং রুপোর দরদাম। দেশীয় টাকা এবং ডলারের মূল্য, আন্তর্জাতিক বাজারে সোনার চাহিদা ও দেশের অভ্যন্তরে থাকা বাজার দেখে ঠিক করা হয়।
তাছাড়া বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন করের হার থাকায় দামও ভিন্ন হয়। সোনার উপর বিনিয়োগ করোনাকালীন সময়ের পর থেকে উল্লেখযোগ্য হয়ে উঠেছে। সোনার দামের উত্থান পতনের উপর নির্ভর করে অনেক কিছুই। এখন গহনার থেকে সোনালী ধাতুর উপর বিনিয়োগ হচ্ছে সর্বাধিক।
উর্দ্ধমুখী বাজারে গতকাল বুধবার কলকাতায় সোনার বাজারদর ছিল নিম্নমুখী অবস্থায়। আজ সপ্তাহের লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার কলকাতার বাজারে ২৪ ক্যারেট এবং ২২ ক্যারেট সোনার দাম নিম্নমুখী অবস্থায়। এদিন বৃদ্ধি বা হ্রাস পেল না রূপোর দাম। চোখ বুলিয়ে নিন কলকাতায় আজকের সোনার দরদামে।
আজ কলকাতায় সোনার দাম (০৯.১১.২০২৩-বৃহস্পতিবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,১৯০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,০৯০ টাকা।
গতকাল কলকাতায় সোনার দাম (০৮.১১.২০২৩-বুধবার)।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম ৬১,২০০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট গহনা সোনার দাম ৫৬,১০০ টাকা।
আজকের মূল্যহ্রাস।
(১) প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।
(২) প্রতি ১০ গ্রাম ২২ ক্যারাট সোনায় মূল্যহ্রাস
১০ টাকা।
আজ কলকাতায় রূপোর দাম (০৯.১১.২০২৩-বৃহস্পতিবার)।
৭৩,৫০০ টাকা প্রতি কেজি।
গতকাল কলকাতায় রূপোর দাম (০৮.১১.২০২৩-বুধবার)।
৭৩,৫০০ টাকা প্রতি কেজি।
আজকের মূল্যবৃদ্ধি
০০ টাকা প্ৰতি কেজি।
প্রসঙ্গত, বৃহস্পতিবার বিশ্ব বাজারে সামান্য নিম্নমুখী সোনার দাম। গতকাল যেখানে ১ ট্রয় আউন্স স্পট গোল্ডের দাম ছিল বাজারে ১৯৯২.২০ মার্কিন ডলার। আজ সামান্য কমে হয়েছে ১৯৭২.৫০ মার্কিন ডলার।
প্রতীকী ছবি।