বিরাট কোহলি দামি ঘড়ি ব্যবহার করেন বিশ্বের, এই বিশেষ ঘড়ির দাম জেনে নিন

Published By: Khabar India Online | Published On:

এখন বিশ্ব ক্রিকেটে সফলতম ক্রিকেটারের তালিকা তৈরি করা হয়, তাহলে শীর্ষে অবশ্যই স্থান পাবে বিরাট কোহলির নাম। তাঁর কঠোর পরিশ্রম ও অক্লান্ত অনুশীলনের মাধ্যমে ক্রিকেটের ইতিহাসে “রান মেশিন” হিসেবে পরিচিতি লাভ করেছেন।

অবাক হবেন, বিরাট কোহলির ফ্যান ফলোইং দেখে অলিম্পিকসের মত খেলার আসরে যুক্ত করা হয়েছে ক্রিকেটের টুর্নামেন্ট। বিশ্ব ক্রিকেটে এমন কোন রেকর্ড নেই, যে রেকর্ডে ভাগ বসাননি বিরাট কোহলি।

আরও পড়ুন -  বিশ্ব শান্তির উদ্দেশ্যে শিবের আরাধনায় মাতলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী

বিশ্ব ক্রিকেটে ব্যাট হাতে রাজত্ব করা এই ক্রিকেটারের লাইফ স্টাইলও বেশ রাজকীয়। পৃথিবীর সবচেয়ে দামি জল পান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে। সাথে পৃথিবীর বিখ্যাত কোম্পানির গাড়ির কালেকশনের কথা সবারই জানা। জানলে অবাক হবেন, তাঁর সংগ্রহে আছে কোটি টাকা মূল্যের একাধিক গাড়ি।

আরও পড়ুন -  Virat Kohli: ১৭৫ কোটি টাকা বার্ষিক আয়, ১,০০০ কোটির গণ্ডি পার হলো কোহলির

আপনারা কি জানেন? গাড়ির পাশাপাশি বিরাট কোহলির আরও একটি শখ আছে। পৃথিবীর বিখ্যাত কোম্পানির ঘড়ি পড়তে ভালোবাসেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। তাঁর সংগ্রহে কোটি টাকা মূল্যের একাধিক ঘড়ি আছে।

বলে রাখি, বিরাট কোহলির সংগ্রহে সবচেয়ে দামি ঘড়ি হিসেবে রয়েছে রোলেক্স ডেটোনা রেইনবো গোল্ড। এই মুহূর্তে বাজার মূল্য ৫ কোটি টাকা। বিরাটের কাছে পাটেক ফিলিপ নামে একটি বড় কোম্পানির একটি ঘড়ি রয়েছে যা নীতা আম্বানি ও অনন্ত আম্বানির মতো ব্যক্তিরা ব্যবহার করে থাকেন।

আরও পড়ুন -  New Vande Bharat Route Fair: নতুন বন্দে ভারত এক্সপ্রেস ১১ টি জেলা দিয়ে যাবে, নতুন রুট, ভাড়া এবং স্টপেজের তালিকা দেখুন

বলে রাখি, এই ঘড়ি গুলি কোম্পানি থেকে অর্ডার করে তৈরি করে নেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি।

ছবিঃ সংগৃহীত।