Virat Kohli 49th Century: কোহলির রেকর্ড চলতি বিশ্বকাপে, জন্মদিনে সেঞ্চুরি সহ শচীনের আসনে বসলেন

Published By: Khabar India Online | Published On:

ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় শচীন টেন্ডুলকারের নামের পাশে নাম লিখালেন বিরাট কোহলি।

ভারতীয় ক্রিকেট ভক্তরা চলতি বিশ্বকাপের শুরু থেকেই বিরাট কোহলির শতক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন। নিজের ভক্তদের অপেক্ষার প্রহর শেষ করতে বিশ্বকাপের আসরে বিরাট রেকর্ড করলেন কিং কোহলি।

আজ ক্রিকেটের স্বপ্নপুরী মানে ইডেন গার্ডেনসে মাঠে নামার পূর্বে বিশ্ব ক্রিকেটে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন বিরাট কোহলি। ক্রিকেটার ঈশ্বর শচীন টেন্ডুলকারের আসন দখল করার সুবর্ণ সুযোগ ছিল বিরাট কোহলির কাছে।

আরও পড়ুন -  ভারত-পাকিস্তান ম্যাচ, ‘রিজার্ভ ডে’-তে খেলা হবে, ঘোষণা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের IND vs PAK MATCH

সেই সুযোগের সদ্ব্যবহার করে একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকারের রেকর্ডে ভাগ বসালেন।

আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। নিজের ৪০ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলে সাজ ঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দলকে সামনে এগিয়ে নিয়ে যেতে শুরু করেন বিরাট কোহলি।

আরও পড়ুন -  Top Richest Sportsmen: শীর্ষ ১০ ধনী ক্রীড়াবিদ, ফোর্বসের তালিকায় কারা কারা হলেন?

৭৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে সাজ ঘরে ফেরেন শ্রেয়াস আইয়ার। তারপর রবীন্দ্র জাদেজার সাথে জুটি বেঁধে নিজের ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরির সাথে দলকে ৩০০ রানের গন্ডি পার করান বিরাট কোহলি। ফলশ্রুতিতে, নির্ধারিত ওভার ব্যাটিং শেষে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

জানিয়ে রাখি, আজকের শত রানের ইনিংসের সুবাদে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরি করার তালিকায় শচীন টেন্ডুলকারের নামের পাশে নিজের নাম লিখিয়েছেন বিরাট কোহলি। ১২০ বল মোকাবেলা করে বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি সহ ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি করলেন।

আরও পড়ুন -  Bhojpuri Song: নিরহুয়া ঘুম উড়িয়ে দিয়েছেন আম্রপালীর, রোমান্সের ভরপুর

জানিয়ে রাখি, বিশ্বকাপের ইতিহাসে তিনি একমাত্র ভারতীয় ক্রিকেটার, যিনি নিজের জন্মদিনে শত রানের ইনিংস খেলেছেন। কিন্তু ওডিআই ক্রিকেটে বিনোদ কুম্বলে ও শচীন টেন্ডুলকারের নামের পাশে জন্মদিনে শত রানের ইনিংস খেলার রেকর্ড আছে।

ছবিঃ সংগৃহীত।