নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ নাসিক থেকে আসা পিয়াজের ভিন্ন ভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন দাম নিয়ে গৃহীত সিদ্ধান্ত বদলের জন্য রাজ্যকে চিঠি টাস্ক ফোর্সের। পাইকারি দামে সমতা ফিরলে আরও কমবে পিয়াজের দাম। আপাতত ৮০ থেকে নেমে কলকাতার বাজারে পিয়াজ ৬৫ থেকে ৭০।
আরও পড়ুন - মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী বিভিন্ন শিল্প শ্রমিককে বরখাস্ত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন
অভিযানের তৃতীয় দিনে আজ উত্তর কলকাতার আরও দুটি বাজার, বাগমারী ও মানিকতলা বাজারে দামের পর্যবেক্ষণে যাওয়া এনফোর্সমেন্ট ব্রাঞ্চ টাস্ক ফোর্স জানাল, ইতিমধ্যেই নতুন করে দাম বৃদ্ধি বন্ধ হয়ে দাম একটু একটু করে কমতে শুরু করেছে। রাজ্যের কাছে এই মর্মে NAFED কে চিঠি দিতে আর্জি জানিয়েছে টাস্ক ফোর্স। নাসিক থেকে দেশের দু একটি রাজ্যে ২৫ টাকা কেজি দরে পিয়াজ যাচ্ছে। এ রাজ্যে আসছে ৫০ টাকায়। এই বৈষম্য দুর হলে দাম আরও কমবে।
বাইট রবীন্দ্রনাথ কোলে।