ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

Published By: Khabar India Online | Published On:

ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া।

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া ৬ দশমিক ৪ মাত্রায়। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে পূর্ব নুসা টেংগারা প্রদেশে এই ভূমিকম্প অনুভূত হয়।

তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া না গেলেও ভূমিকম্পের ফলে দক্ষিণ-পূর্ব অঞ্চলে ঘরবাড়ি ও অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। বার্তাসংস্থা এবিসি নিউজের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন -  ভিয়েনায় জঙ্গি আক্রমণের নিন্দা করলেন প্রধানমন্ত্রী

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ভূমিকম্পটির মাত্রা ৬ দশমিক ৪ বললেও ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা (বিএমকেজি) বলছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৩। অপরদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস দাবি করেছে মাত্রা ছিল ৬ দশমিক ১।

আরও পড়ুন -  Earthquake Indonesia: নিহত ৪০, ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে ভূমিকম্প

পূর্ব নুসা টেংগারা প্রদেশের রাজধানী কুপাং থেকে ১৫ কিলোমিটার দূরে ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল। ভূমিকম্পের ফলে কয়েকটি শহরে তীব্র কম্পন অনুভূত হয়।এ সময় ঘরবাড়ি ও অন্যান্য ভবন সামান্য ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়ায়। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প এবং অগ্নুৎপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়।

আরও পড়ুন -  ভারতে সাফল্যের আরও একটি মাইলফলক