এই পর্যন্ত ৩০টি ম্যাচ মাঠে গড়িয়েছে ২০২৩ একদিনের বিশ্বকাপে। মানে, অর্ধেকের বেশি ম্যাচ খেলে ফেলেছে সব দল।এই পরিস্থিতিতে বিশ্বকাপের সেমিফাইনালের চিত্রটা স্পষ্ট হতে শুরু। চলতি বিশ্বকাপে প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে ভারত। সেমিফাইনালে পৌঁছানোর ম্যারাথন দৌড়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
সেমিফাইনালে পৌঁছানোর যোগ্যতা অর্জন করার লড়াইয়ে এখনও টিকে রয়েছে টিম পাকিস্তান।
বিশ্বকাপ শুরু হওয়ার পূর্বে পাকিস্তান টিমকে প্রবল দাবিদার হিসেবে মেনে নিয়েছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সে সমীকরণ এখন সম্পূর্ণ ধোঁয়াশা। বাবর আজমের নেতৃত্বে এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ফেলেছে পাকিস্তান। মাত্র ২টিতে জয়ের পাশাপাশি ৪টি ম্যাচে পরাজয় দেখতে হয়েছে শক্তিশালী এই দলটির। আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজিত হয়েছে।
বাংলাদেশের বিপক্ষে জয় নিশ্চিত করলেও সেমিফাইনালে পৌঁছানোর লড়াইটা সহজ হবে না পাক বাহিনীর। গ্রুপ পর্যায়ের শেষ দুটি ম্যাচে শক্তিশালী নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামতে হবে বাবর আজমদের।
বিশ্বকাপের লড়াইয়ে বাবর আজমদের যখন শোচনীয় অবস্থা, তখনই বড় তথ্য প্রকাশ্যে আসলো পাকিস্তান ক্রিকেট বোর্ডের। গোপন সূত্রে প্রকাশিত খবর অনুসারে জানা গেছে, বিগত কয়েক মাস ধরে বেতন পাচ্ছেন না পাকিস্তানি ক্রিকেটাররা।
আরও জানা গেছে, পাকিস্তানি অধিনায়ক বাবর আজমের ফোন রিসিভ করছেন না বোর্ড প্রেসিডেন্ট। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই টিম পাকিস্তানের পারফরমেন্স তলানিতে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, চলতি বিশ্বকাপে সবচেয়ে কম আক্রমণাত্মক ব্যাটিং করেছে পাকিস্তান।