এবার মুখ খুললেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ  টাটা পশ্চিমবঙ্গের সিঙ্গুর থেকে বেরিয়ে আসতে বাধ্য হওয়ার 15 বছর পর, টাটা মোটরস পশ্চিমবঙ্গ শিল্প উন্নয়ন কর্পোরেশনের (ডব্লিউবিআইডিসি) বিরুদ্ধে সালিশি মামলা জিতেছে; সিঙ্গুর-ন্যানো প্ল্যান্ট কেসে 766 কোটি প্লাস 11% সুদ।

আরও পড়ুন -  বগটুই গণহত্যা কাণ্ডে ধৃত রিটন সেখকে জেল হেফাজতের নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত

টাটা ন্যানো-এর সিঙ্গুর উৎপাদন কেন্দ্রের দাবির বিষয়ে টাটা মোটরসের পক্ষে তিন সদস্যের সালিসি ট্রাইব্যুনাল নিয়ম করেছে৷

এই বিষয়ে এবার মুখ খুললেন বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য।