সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে ভাইফোঁটা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের সমাজসেবী সংগঠনের পক্ষ থেকে আসানসোলে অন্যরমকের ভাইফোঁটা ৷ এইবছর করোনা সংক্রমণ পরিস্থিতিতেও ভাইবোনের সম্পর্ক অমলিন ৷ তাই সমাজসেবী ও মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে আসানসোলের রেল স্টেশন অঞ্চলে ভবঘুরে মানুষ তথা পথশিশুদের সাথে ভাইফোঁটা উদযাপন করেন আসানসোলের সমাজসেবী ও মানবাধিকার সংগঠনের সদস্যরা ৷ এই বিষয়ে সংগঠনের পক্ষ থেকে মিঠু মুখার্জি জানিয়েছেন, এদিন প্রায় ২০০ জন ভবঘুরে ও পথশিশুদের সাথে ভাইফোঁটা উদযাপন করা হয়েছে ৷ কারণ এই সব পথশিশু ও ভবঘুরে মানুষেরা অনাদরে আছেন….করোনা পরিস্থিতিতে তারা আরো বেশি অসহায় হয়ে আছে৷ তাদের প্রিয়জন থেকে তারা দূরে আছে৷ এই সঙ্কটময় পরিস্থিতিতে ভাইবোনের সম্পর্ক অমলিন হতে পারেনা ৷ তাই তাদের সাথেই এই পবিত্র সম্পর্কের উদযাপন ৷ সোমবার ভ্রাতৃদ্বিতীয়ার দিনে তাদের কপালে ভাইফোঁটা দিয়ে মিষ্টিমুখ করানো হয়েছে ৷ তবে ভবঘুরে ও পথশিশুরা এদিন ফোঁটার সাথে খাবারের ব্যবস্থা থাকায় খুশি ব্যক্ত করেছে..।

আরও পড়ুন -  নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ