প্রথা মেনেই মহা অষ্টমীর দিন বেলুড় মঠে কুমারী পুজো

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, হাওড়াঃ  প্রথা মেনেই মহা অষ্টমীর দিন বেলুড় মঠে কুমারী পুজোর আয়োজন করা হয়েছে। এদিন মহা অষ্টমীর সকালে প্রথমে অষ্টমী বিহিত পূজা অনুষ্ঠিত হয়। এরপর শুরু হয়েছে কুমারী পূজা।

এদিন কুমারী পুজো দেখতে মঠে হাজির হয়েছেন বহু মানুষ। স্বামী বিবেকানন্দ ১৯০১ সালে বেলুড় মঠে কুমারী পূজা শুরু করেছিলেন। সেই রীতি মেনেই বেলুড় মঠের সন্ন্যাসীরা মহা অষ্টমীর দিন কুমারীকে দেবী হিসেবে উপাসনা করেন। শ্রীশ্রীঠাকুরের মতে, অল্পবয়সী মেয়েরা যখন কুমারী থাকে সেই বয়সে জগতের নেতিবাচক শক্তি থেকে তারা দূরে থাকেন। তখনই তাদের মধ্যে মাতৃভাবনা প্রকাশ পায়। ১ থেকে ১৬ বছর বয়সী বালিকাকেই কুমারী হিসেবে নির্বাচিত করা হয়ে থাকে।

আরও পড়ুন -  Local Train Cancel: এই লাইনে বন্ধ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত, লোকাল ট্রেন

প্রতিমাকে জীবন্ত বিগ্রহরূপে পুজো করা হয়। এদিন কুমারী পূজায় উপস্থিত রয়েছেন মঠের বরিষ্ঠ সন্ন্যাসীরা। বর্তমান বছরে কুমারীকে শুভগা রূপে পূজা করা হচ্ছে। হাওড়ার বাগনানের বাসিন্দা সীমন্তিনী ঘোষালকে এবার কুমারী হিসেবে নির্বাচিত করা হয়েছে। তার বয়স ৫ বছর ৭ মাস।

আরও পড়ুন -  Video: গা ছম ছম গভীর রাতে খাটিয়ায় শুয়ে ঝড় তুলে দিলেন অক্ষরা-নিরাহুয়া, দেখে মজা পাবেন গোপনে