কিংবদন্তি ববি চার্লটন প্রয়াত, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী

Published By: Khabar India Online | Published On:

কিংবদন্তি ববি চার্লটন প্রয়াত, ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী।

‘কিংবদন্তি’ স্যার ববি চার্লটন প্রয়াত ১৯৬৬ সালে দেশের মাটিতে ইংল্যান্ডের একমাত্র বিশ্বকাপ জয়ের নায়ক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর। ইংলিশ প্রিমিয়ার লিগে তো বটেই, ফুটবল ইতিহাসেরই অন্যতম সেরা ফুটবলার স্যার ববি চার্লটন। শনিবার (২১ অক্টোবর) ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।বিবৃতিতে বলা হয়েছে, আমাদের ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা ও সবচেয়ে প্রিয় খেলোয়াড় স্যার ববি চার্লটনের মৃত্যুতে ম্যানচেস্টার ইউনাইটেড শোকাহত। স্যার ববি শুধু ম্যানচেস্টার ইউনাইটেডে নয়, বিশ্বজুড়ে যেখানেই ফুটবল খেলা হয় সেখানে লক্ষ লক্ষ মানুষের কাছে হিরো ছিলেন। স্যার ববিকে সর্বদা খেলার একজন কিংবদন্তি হিসাবে স্মরণ করা হবে।

আরও পড়ুন -  T20 World Cup: কে কত টাকা পেল? টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে

ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখে সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জেতেন চার্লটন। জাতীয় দল থেকে অবসর নেয়ার সময় ১০৬ ম্যাচে তার গোল ছিল তৎকালীন রেকর্ড ৪৯টি। ১৯৭০ থেকে ২০১৫ সাল পর্যন্ত এই কীর্তি ধরে রেখেছিলেন।

আরও পড়ুন -  Quarter Final: অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’ ভারত - নিউজিল্যান্ড

১৯৫৬ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত ম্যান ইউনাইটেডের প্রতিনিধিত্ব করেন চার্লটন। ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৭৫৮ ম্যাচে ২৪৯ গোল করেন তিনি। ওল্ড ট্র্যাফোর্ডের দলটির হয়ে ১৯৬৮ সালে ইউরোপিয়ান কাপের  শিরোপা জেতার স্বাদও পেয়েছেন।

আরও পড়ুন -  খরিফ মরশুমে শস্য উৎপাদনশীলতা বাড়াতে চাষের সেরা পদ্ধতি গ্রহণের জন্য কৃষকদের আবেদন জানালেন শ্রী নরেন্দ্র সিং তোমর

ছবিঃ ফাইল।