দীপাবলির রাতে দুটি অস্থায়ী দোকান সহ পাঁচটি অস্থায়ী বাড়িতে হঠাৎ করেই আগুন

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ আসানসোলের উত্তর থানার অন্তর্গত তপসী বাবা মোড় লাগোয়া এলাকায় দীপাবলির রাতে দুটি অস্থায়ী দোকান সহ পাঁচটি অস্থায়ী বাড়িতে হঠাৎ করেই আগুন লেগে যায় ৷ অস্থায়ী ঝুপড়ি বাড়ি হওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন এসে প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে ৷ যদিও ততক্ষণে অস্থায়ী বাড়িগুলি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায় ৷ একই সাথে অস্থায়ী ঝুপড়ি বাড়ির মধ্যে বসবাস কারী কিরণ যাদব (৪৫) নামের এক মহিলাও আগুনে দগ্ধীভূত হয়ে যায় ৷ ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্যে আসানসোল জেলা হাসপাতালে পাঠালে চিকিৎসক মৃত ঘোষণা করেন ৷

আরও পড়ুন -  Bus-Lorry Collision: নিহত ১৫, আহত ৪০, বাস-লরি সংঘর্ষ, মধ্যপ্রদেশে

আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ অন্যদিকে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, ও আসানসোল উত্তর বিধান সভার উত্তর ব্লকের সভাপতি উৎপল সিনহা ৷ এলাকা পরিদর্শণ শেষে প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান বলেন সরকারি জমি দখল করে অস্থায়ী ভাবে ঘরগুলি তৈরি করে বেশ কয়েকটি গরীব পরিবার এখানে বসবাস করতেন ৷ যাদের কারো কারো ছোটো দোকান ছিল ৷ যেহেতু পরিবারগুলি গরীব তাই মানবিকতার দিক থেকে বিচার করে পুরনিগমের পক্ষ থেকে এখানে স্থায়ী ভাবে ছটি ঘর গড়ে দেওয়া হবে ৷ ছটের পর থেকেই এই বিষয়ে কাজ শুরু করা হবে ৷ পাশাপাশি উত্তর বিধান সভার উত্তর ব্লকের তৃণমূলের সভাপতি উৎপল সিনহা জানিয়েছেন, দলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে ৫০০০ টাকা করে তুলে দেওয়া হবে ৷

আরও পড়ুন -  Horoscope: আজ ১৫ই অক্টোবর, শুভ বিজয়া দশমী, রাশিফল দেখুন