স্থানান্তর চায় ইসরায়েল ২৪ ঘণ্টায় ১১ লাখ ফিলিস্তিনির

Published By: Khabar India Online | Published On:

স্থানান্তর চায় ইসরায়েল ২৪ ঘণ্টায় ১১ লাখ ফিলিস্তিনির।

গাজার উত্তরাঞ্চলীয় ১১ লাখ মানুষের সবাই যেন বাড়িঘর ছেড়ে সরে যায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে, ইসরায়েল এমনটি চাইছে বলে জানিয়েছে জাতিসংঘ।

গাজা এবং জেরুসালেমের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় এই জরুরি আহ্বান জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। খবর-বিবিসি।

আরও পড়ুন -  কলকাতার মেট্রো পরিষেবা দোল ও হোলির সময় কেমন থাকবে? বিস্তারিত পড়ুন

বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি সামরিক বাহিনী জাতিসংঘকে বলেছে, গাজা উপত্যকার উত্তরের সবাই যেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ গাজায় স্থানান্তর হয়। এক বিবৃতিতে জাতিসংঘের মুখপাত্রেএ তথ্য জানিয়েছে।

জাতিসংঘের তথ্য মতে, উত্তর গাজায় অন্তত ১১ লাখ মানুষ রয়েছে, যা গাজা উপত্যকার গোটা জনগোষ্ঠীর প্রায় অর্ধেক। আগামী ২৪ ঘণ্টায় এত বড় জনগোষ্ঠীর স্থানান্তরকে ‘অসম্ভব’।

আরও পড়ুন -  World Postal Day: আজ ৯ (অক্টোবর) বিশ্ব ডাক দিবস

ইসরায়েল স্থলপথে বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে, এরই অংশ হিসেবে লোকজনকে সরে যেতে বলছে। গাজা সীমান্তে ভারী ভারী যুদ্ধ সরঞ্জাম ভিড়িয়েছে ইসরায়েল। সেনা মোতায়েনও করেছে লাখ লাখ।

আরও পড়ুন -  Shirin Abu Akla: ইচ্ছাকৃতভাবে হত্যা করেছে শিরীনকে, ফিলিস্তিনি তদন্ত বলছে

শনিবার ভোরে ইসরায়েলে হামাসের উপর্যুপরি রকেট হামলার পরই দুপক্ষের সংঘাত শুরু হয়। গাজায় এক হাজার ৪০০ জনের বেশি ফিলিস্তিনি, অপরদিকে এক হাজার ৩০০ জনের বেশি ইসরায়েলি এ পর্যন্ত নিহত হয়েছেন। দেড় শতাধিক ইসরায়েলিকে ধরে গাজায় নিয়ে গেছে হামাস।

ছবিঃ সংগৃহীত।