কোহলির ৫ বিশ্ব রেকর্ড, শচীনকে পেছনে ফেলে এগিয়ে গেলেন

Published By: Khabar India Online | Published On:

২০২৩ বিশ্বকাপ যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া গুরুত্বপূর্ণ ম্যাচে জয় দিয়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় নিশ্চিত করা মোটেও খুব সহজ ছিল না। শুরুতেই ২ রানে ৩টি মূল্যবান উইকেট হারিয়ে ফেলে ভারতীয় দল। তারপর কে এল রাহুলের সঙ্গে জুটি বেঁধে দলকে জয়ের দিকে এগিয়ে নিয়ে গেছেন বিরাট কোহলি।

জানিয়ে রাখি, বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার দেওয়া ২০০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে, তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের টপ অর্ডার ব্যাটিং লাইন-আপ।

কিন্তু কে এল রাহুলের অপরাজিত ৯৭ রানের ইনিংস ও বিরাট কোহলির ৮৫ রানের ইনিংসের উপর নির্ভর করেই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। এই জয়ের সাথে বিশ্বকাপের শুরুতেই ৫টি গুরুত্বপূর্ণ রেকর্ড নিজের নামে করেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি।

আরও পড়ুন -  বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া, প্রোটিয়াদের পরাস্ত করে, ৫ বারের চ্যাম্পিয়নের বিপক্ষে মাঠে দেখা হবে ভারতের

* সর্বোচ্চ ক্যাচঃ স্লিপে দাঁড়িয়ে মিচেল মার্শের ক্যাচ ধরে বিশ্বকাপে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ক্যাচ ধরার রেকর্ড করেছেন বিরাট কোহলি। ১৪টি ক্যাচ নিয়ে এই তালিকার শীর্ষস্থানে ছিলেন অনিল কুম্বলে। কিন্তু এবার ১৫টি ক্যাচ ধরে তালিকার শীর্ষস্থানে পৌঁছেছেন কোহলি।

* দ্রুত ১১ হাজার রানঃ এদিন ৮৫ রানের জ্বলন্ত ইনিংসের সুবাদে ওডিআই ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুত ১১,০০০ রানের গন্ডি পার করে কৃতিত্ব অর্জন করেছেন বিরাট কোহলি।

আরও পড়ুন -  MS Dhoni: ক্রিস গেইল ধোনির উদ্দেশ্যে বার্তা দিলেন, ‘লং লিভ দ্য লিজেন্ডস’, ভাইরাল ছবি

* আইসিসি টুর্নামেন্টে সর্বোচ্চ রানঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে লম্বা ইনিংসের সুবাদে আইসিসি টুর্নামেন্টে শচীন টেন্ডুলকারের রেকর্ড ভেঙেছেন বিরাট কোহলি। মাস্টার ব্লাস্টারের ঝুলিতে ছিল ৫৮ ইনিংসে ২৭১৯ রান। বিরাট কোহলির ৮৫ রানের ইনিংস খেলে ৬৪ ইনিংসে কোহলির আইসিসি প্রতিযোগিতায় রান দাঁড়িয়েছে এখন ২৭২০।

* সর্বোচ্চ গড়ে রান সংগ্রহঃ আইসিসির টুর্নামেন্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করার রেকর্ডও করেছেন বিরাট কোহলি। ইতিপূর্বে এই রেকর্ড ছিল শচীন টেন্ডুলকারের (৫২.২৮)। সেই রেকর্ড ভেঙে বিরাট কোহলি (৬৫.২৩) সর্বোচ্চ গড়ে রান সংগ্রহ করার কৃতিত্ব অর্জন করলেন।

আরও পড়ুন -  Dance Video: ঠুমকার ঠেলায় দর্শকদের কাছে সাহসিকতার বাঁধ ভেঙে দিলেন রিতু যাদব

* রান তাড়া করে বিশ্ব রেকর্ডঃ এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০০ রান তাড়া করতে নেমে বিস্ময়কর রেকর্ড গড়েছেন ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। রান তাড়া করতে গিয়ে শচীন তেন্ডুলকরের সংগ্রহ ছিল ১২৪ ইনিংসে ৫৪৯০ রান। সেইটা এদিন টপকে বিরাট কোহলি মাত্র ৯২ ইনিংসে ৮৮.৯৮ গড়ে ৫৫১৭ রান সংগ্রহ করে নিয়েছেন।