কামদুনি রায়ের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ  কামদুনি রায়ের প্রতিবাদে কলকাতায় প্রতিবাদ মিছিল।

কামদুনিকাণ্ডে হাইকোর্টের রায় ঘোষণার পর থেকেই বিভিন্নমহলে দেখা দিয়েছে ক্ষোভ। রায়ের প্রেক্ষিতে অসন্তোষও প্রকাশ করেছেন কামদুনির মানুষ। আর এবার সেই রায়ের প্রেক্ষিতে পথে নামল সাধারণ মানুষ। তবে কোনও রাজনৈতিক দলের পতাকার নিচে এই মিছিল আয়োজতি হল না কলকাতায়। এটি সম্পূর্ণই নাগরিক মিছিল। মিছিলে অংশ নেন কামদুনির প্রতিবাদী মুখ টুম্পা কয়াল, মৌসুমী কয়াল। এছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট মানুষেরা অংশ নেন এই মিছিলে। আজ মঙ্গলবার ভিক্টোরিয়া হাউজ থেকে শুরু হয় এই মিছিল। তারপর মিছিল শেষ হয় গান্ধীমূর্তির পাদদেশে।