৯১ ফিলিস্তিনি শিশু নিহত, ইসরায়েলি হামলায়

Published By: Khabar India Online | Published On:

৯১ ফিলিস্তিনি শিশু নিহত, ইসরায়েলি হামলায়।

৭৫ বছরের দখলদারি ও ভয়ঙ্কর ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নেয়া হবে এক পক্ষের হুঁশিয়ারি, আর এক পক্ষের হুঙ্কার, হামলাকারীরা পার পাবে না চরম মূল্য দিতে হবে।

ইসরায়েল ও ফিলিস্তিনি হুঁশিয়ারি-পাল্টা হুঁশিয়ারি থেকে স্পষ্ট দেওয়াল লিখন, পশ্চিম এশিয়ায় এক রক্তক্ষয়ী দীর্ঘমেয়াদি সংঘাত শুরু হয়েছে। এর বলিতে মৃতের সংখ্যা বেড়ে ৪৩৬ জনে পৌঁছেছে। তার মধ্যে ৯১টি শিশু আছে।

আরও পড়ুন -  NATO: ন্যাটোর ঘোষণা, চলমান যুদ্ধের মধ্যে পরমাণু মহড়া চালানোর

সোমবার ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৪৩৬ জন। আর আহত হয়েছেন ২ হাজার ৩০০ জনেরও বেশি। নিহতদের মধ্যে ৯১টি শিশু রয়েছে। ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত আটটি পরিবারের সব সদস্য।

আরও পড়ুন -  নিহত ৫১, গাজায় ইসরায়েলের বিমান হামলা

গত ১৫ বছরে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ছয় হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে বিপুল সংখ্যক নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন।এদিকে জাতিসংঘের মানবিক বিষয়ক সংস্থা (ওসিএইচএ) বলেছে, গাজায় অন্তত ১ লাখ ২৩ হাজার ৫৩৮ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। বেশিরভাগই ঘর ছেড়েছেন আতঙ্ক, নিরাপত্তা ও উদ্বেগ জন্য।

আরও পড়ুন -  Mobile: মোবাইলটা খারাপ ছিলো, বলতে গেলে পরিবারের উপর হামলা

ছবিঃ রয়র্টাস।