সেনা জড়ো করেছে ইসরায়েল, গাজার কাছে

Published By: Khabar India Online | Published On:

সেনা জড়ো করেছে ইসরায়েল, গাজার কাছে।

গাজা উপত্যকার কাছে প্রায় এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছে ইসরায়েল, ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার পরে। রবিবার ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র জোনাথান কনরিকাস মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক ভিডিও বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ভিডিওতে তিনি বলেন, আমরা এক লাখ রিজার্ভ সেনা জড়ো করেছি। যারা ইসরায়েলের দক্ষিণ দিকে অবস্থান করছে।

আরও পড়ুন -  ৯১ ফিলিস্তিনি শিশু নিহত, ইসরায়েলি হামলায়

সেনাবাহিনীর এ মুখপাত্র বলেছেন, আমাদের কাজ হলো নিশ্চিত করা- এ যুদ্ধের পর ইসরায়েলি বেসামরিকদের হুমকি দেয়ার মতো হামাসের কোনো সামরিক সক্ষমতা থাকবে না। আমরা নিশ্চিত করব, গাজার নিয়ন্ত্রণে আর হামাস থাকবে না।

কনরিকাস আরও জানান যে ইসরায়েলি সেনারা দক্ষিণ ইসরায়েলে অনুপ্রবেশকারী ফিলিস্তিনি যোদ্ধাদের শিকার করছে।

আরও পড়ুন -  পুজোর মুখে মদের দাম বৃদ্ধি, বড় ধাক্কা সুরাপ্রেমীদের জন্য!

হামলার দুইদিন পর সোমবারও হামাসের সঙ্গে ইসরায়েলি সেনাদের গুলিবিনিময় অব্যাহত আছে। মূলত ইসরায়েলের দক্ষিণাঞ্চলের তিনটি অঞ্চল, কারমিয়ার কিবুৎজ, আস্কেলন ও সেরোতে এ লড়াই চলছে।

আগে শনিবার ফিলিস্তিনের স্বাধীনতাকামী দল হামাস হঠাৎ করেই ইসরাইলে এ বছরের সবচেয়ে বড় হামলা চালায়। হামাসের এ নজিরবিহীন হামলায় অন্তত ৭০০ জন ইসরাইলি নিহত হয়েছেন। অপরদিকে ইসরাইলি বাহিনীর পাল্টা বিমান হামলায় নিহত হয়েছেন ৪১৩ জনেরও বেশি ফিলিস্তিনি। এই হামলায় আহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। হামাসের পাশাপাশি লেবাননভিত্তিক শিয়াপন্থি সশস্ত্র সংগঠন হিজবুল্লাহও রবিবার ইসরাইলি অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে। কিন্তু এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন -  ২৪ ঘণ্টায় ৩০০ জনের মৃত্যু গাজায়, প্রাণহানি বেড়ে ২২২৮

সূত্রঃ আলজাজিরা। ছবিঃ সংগৃহীত।