কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা জলমগ্ন, সমস্যায় নিত্যযাত্রীরা, পুজোর আগে মহা দুর্যোগ

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ   পুজোর আগে মহা দুর্যোগের মুখে বাংলা। ছত্তিশগঢ় পৌঁছে ইউটার্ন নিয়ে ফের বাংলার গায়ের কাছে যেন ঘেঁষে আসছে নিম্নচাপ। বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। গতকাল রাত থেকে একনাগাড়ে চলছে বৃষ্টি। আজ বুধবার সারাদিন বৃষ্টি কমার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার আকাশ সারাদিন মেঘলা থাকবে। যার জেরে যানজটের সমস্যায় পড়তে হতে পারে মানুষকে।

আরও পড়ুন -  Housing Distributed: 155 জন ধস কবলিতদের আবাসন বিতরণ করা হল, কন্যাপুরে ADDA অফিসে

বুধবার সকাল থেকেই কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ের রাস্তা জলমগ্ন। সমস্যায় নিত্যযাত্রীরা।

মঙ্গলবার রাতে অঝোরে বৃষ্টির জের, জলমগ্ন পাতিপুকুর আন্ডার পাস। বন্ধ করে দেওয়া হয়েছে এক দিকের রাস্তা। হলে অফিস টাইমে যানজটে অসুবিধায় করেছে সাধারণ মানুষ।

আরও পড়ুন -  Relationship Tips: এই উপায়ে খুশি করুন সঙ্গিনীকে, বজায় থাকবে উষ্ণতা

মঙ্গলবার রাতে অঝোরে বৃষ্টির জেরে জলমগ্ন বেশ কিছু জায়গা। পাতিপুকুর আন্ডার পাসের, লেকটাউনের দিক থেকে আরজিকর যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে বুধবার সকাল থেকেই। বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। আন্ডার পাসের একদিকের রাস্তা দিয়ে উভয় দিকের গাড়ি চলাচল করানো হয়। এর ফলে যানজটের সৃষ্টি হয় ঐ অঞ্চলে। প্রতিবারই বৃষ্টিতে হানডেট পারসেন্ট এই জায়গাটা জলমগ্ন হয়ে পড়ে।

আরও পড়ুন -  Krushal Ahuja: কর্ণ এবার অর্জুনের ভূমিকায়, ক্রুশলের হিন্দি সিরিয়ালের ঝলক