দীপাবলি উপলক্ষ্যে রাষ্ট্রপতির শুভেচ্ছা

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ দীপাবলি উপলক্ষ্যে দেশবাসীকে এবং বিদেশে বসবাসরত ভারতীয়দের শুভেচ্ছা জানিয়েছেন।

এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন, ‘দীপাবলির এই শুভক্ষণে আমি সমস্ত দেশবাসী ও বিদেশে বসবাসরত ভারতীয়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

আরও পড়ুন -  Ajker Rashifol: আজ ২২শে ডিসেম্বর (৬ই পৌষ) বুধবার রাশিফল দেখুন

বিভিন্ন ধর্ম ও বর্ণের মানুষ এই উৎসবকে যেভাবে পালন করেন তার মধ্য দিয়ে দেশের একতা, সদ্ভাবনা ও ভাতৃত্ববোধ দৃঢ় হয়। এই উৎসব আমাদের মানব সেবায় নিয়োজিত হতে অনুপ্রেরণা দেয়।

আসুন আমরা সংকল্পবদ্ধ হই, যেমনভাবে একটি প্রদীপ অনেক প্রদীপকে জ্বালাতে সাহায্য করে, সেইভাবে আমরা সমাজের দরিদ্র, অসহায় ও যাঁদের সহায়তা প্রয়োজন, সমাজের সেই মানুষগুলির মধ্যে জীবনের আনন্দ আশা এবং সমৃদ্ধি ভাগ করে নিই। দীপাবলি হল পরিচ্ছন্নতার উৎসব, তাই আমরা দূষণমুক্ত, পরিবেশ বান্ধব ও পরিচ্ছন্ন দীপাবলি উদযাপনের মধ্য দিয়ে প্রকৃতিকে সম্মান জানাবো।

আরও পড়ুন -  Severodonetsk: রুশ হামলায় নিহত ১,৫০০ জন, সেভেরোদোনেতস্ক শহরে

প্রার্থনা করি আনন্দের এই মহোৎসবে দেশের প্রতিটি ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধি সঞ্চারিত হোক।’ সূত্র – পিআইবি।