গান্ধী জয়ন্তী ও দুর্গাপুজো প্রভৃতি মিলিয়ে অর্ধেকমাস ব্যাঙ্ক বন্ধ থাকবে অক্টোবরে, RBI প্রকাশিত ছুটির তালিকা

Published By: Khabar India Online | Published On:

গান্ধী জয়ন্তী ও দুর্গাপুজো প্রভৃতি মিলিয়ে অর্ধেকমাস ব্যাঙ্ক বন্ধ থাকবে অক্টোবরে, RBI প্রকাশিত ছুটির তালিকা।

এখনকার দিনে ব্যাঙ্ক পরিষেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অস্বীকার করা যাবে না। বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষকে ব্যাঙ্কে যেতে হয়। কিন্তু যদি হঠাৎ করে ব্যাঙ্ক বন্ধ হয় সেই সময়ে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে।

শেষ সময়ে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়েন মানুষ। অক্টোবর মাসে পুজো পার্বণ এবং অন্যান্য বিভিন্ন কারণে অনেকদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

আরও পড়ুন -  Firearm In The Head: মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে এক গৃহস্থবাড়িতে ভয়াবহ চুরি

আগামীকাল থেকে অক্টোবর মাস শুরু হবে। মাস শুরুর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করেছে। সেপ্টেম্বর মাসের মতো অক্টোবর মাসেও ব্যাংকগুলোতে প্রচুর ছুটি থাকায় এ মাসেও ব্যাংকগুলো মোট ১৫ দিন বন্ধ থাকবে।

ব্যাঙ্কে সম্পর্কিত কোনও গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা থাকে, অবশ্যই ছুটির তালিকাটি দেখে নিনঃ

1 অক্টোবর 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, ব্যাঙ্কগুলি সারা দেশে বন্ধ।
2 অক্টোবর, 2023- গান্ধী জয়ন্তীর জন্য সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
8 অক্টোবর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ।
14 অক্টোবর, 2023- মহালয়া, দ্বিতীয় শনিবার, সারা দেশে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
15 অক্টোবর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ।
18 অক্টোবর 2023- কাটি বিহুর কারণে গুয়াহাটিতে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।
21 অক্টোবর, 2023- দুর্গাপূজা-মহা সপ্তমীর কারণে আগরতলা, গুয়াহাটি, ইম্ফল এবং কলকাতায় ব্যাঙ্ক বন্ধ।
22 অক্টোবর 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ।
24 অক্টোবর, 2023-দশেরা, হায়দ্রাবাদ এবং ইম্ফল ছাড়া সারা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
25 অক্টোবর, 2023- দুর্গাপূজা (দশাই), গ্যাংটক-এ ব্যাঙ্ক বন্ধ।
26 অক্টোবর, 2023- দুর্গাপূজা (দসাই)/অ্যাক্সিশন ডে ব্যাঙ্কগুলি গ্যাংটক, জম্মু ও শ্রীনগরে বন্ধ থাকবে।
27 অক্টোবর, 2023- দুর্গাপূজায় (দশাই) গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ।
28 অক্টোবর, 2023- লক্ষ্মীপূজা, চতুর্থ শনিবার, সারাদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
29 অক্টোবর, 2023- রবিবার, সাপ্তাহিক ছুটি, সারাদেশে ব্যাংক বন্ধ।
31 অক্টোবর, 2023- সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মবার্ষিকী, আহমেদাবাদে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে।

আরও পড়ুন -  প্রধানমন্ত্রী আগামীকাল কৃষি পরিকাঠামো তহবিল থেকে পিএম কিষাণ যোজনার সুবিধাভোগীদের ঋণদানের সূচনা করবেন