আগামী ৫ই অক্টোবর থেকে ভারতের মাটিতে হতে চলেছে একদিনের বিশ্বকাপের মেগা আসর। এর মধ্যে বাংলাদেশ, শ্রীলংকা, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া সহ একাধিক দল বিশ্বকাপ খেলার জন্য ভারতে এসে গেছেন।
ভারতের বিভিন্ন গ্রাউন্ডে অনুশীলন শুরু করেছে। বলে রাখি, বিগত এক বছরে ওডিআই ক্রিকেটে ভারতীয় দলের পারফরম্যান্স দেখে অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা আসন্ন বিশ্বকাপে ভারতকে ফেভারিট দল হিসেবে ভাবতে শুরু করেছেন।
আপনাদের বলে রাখি, বিশ্বকাপের মেগা আসর ৫ই অক্টোবর থেকে শুরু হলেও ভারত ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে। রোহিত শর্মার নেতৃত্বে ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড একদিনের বিশ্বকাপে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে।
ওডিআই বিশ্বকাপে মাঠে নামার পূর্বে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে নিয়ে বড় ভবিষ্যৎবাণী করেছেন তার ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। এদিন তিনি এক সাক্ষাৎকার বলেন, “আমি আশাবাদী আসন্ন বিশ্বকাপে ভারতীয় দল ভালো পারফরম্যান্স করবে। বিশেষ করে বিগত ৭-৮ মাস ধরে বিরাট কোহলি যেভাবে ফর্মে রয়েছেন, তাতে ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক গুন বেড়ে গেছে।”
এই নিবন্ধে জানিয়ে রাখি, এই বছর বিরাট কোহলি ১৬ ওডিআই ম্যাচের ১৩ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও ২টি হাফ সেঞ্চুরির মাধ্যমে ৬১২ রান করেছেন। এখন বিরাট কোহলির গড় ৫৫-এর বেশি। যেখানে, ২০২০,২০২১ এবং ২০২২ সালে বিরাট কোহলির ব্যাটিং ছিল ৩৭-এর কাছে।
তিনি ২৩ ওডিআই ইনিংসে ৩৭ গড়ে ৮৬২ রান করেছিলেন। যার মধ্যে ১টি সেঞ্চুরি করেছিলেন।
ছবিঃ সংগৃহীত।