ফের ডেঙ্গুতে মৃত্যু সল্টলেকে, দত্তাবাদ মেন রোডের বাসিন্দা প্রতিমা মন্ডল (৫২)

Published By: Khabar India Online | Published On:

নিজস্ব সংবাদদাতাঃ ফের ডেঙ্গুতে মৃত্যু সল্টলেকে। ১১৫ দত্তাবাদ মেন রোডের বাসিন্দা প্রতিমা মন্ডল(৫২)।

চলতি মাসের ২৭ তারিখে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় প্রতিমা মন্ডল কে এবং তার চার দিন আগে থেকে জ্বরে ভুগছিলেন প্রতিমা মন্ডল। সল্টলেক ১১৫ নম্বর দত্তাবাদ রোডের বাসিন্দা গত সপ্তাহ সল্টলেক এই ব্লকের বাসিন্দার মৃত্যু হয় ডেঙ্গুর কারণে।

আরও পড়ুন -  কবিতা লেখার জন্য ফিজির হাই কমিশনের তরফ থেকে বিশেষ সম্মান পেল শিলিগুড়ির দীপমালা

বিধাননগর মহকুমা হাসপাতালে আজ বৃহস্পতিবার সকাল ৭:৫০ নাগাদ মারা যান প্রতিমা মন্ডল। সল্টলেক দত্তাবাদের বাসিন্দারা জানান বিধাননগর পৌরসভার তরফ থেকে এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় না জায়গা। জায়গা নোংরা, আবর্জনা পড়ে থাকে, বেশ কয়েক জায়গা রাস্তা খারাপ হওয়ার কারণে জল জমে থাকে এবং সেই জমা জল থেকে ডেঙ্গুর লার্ভা হয় সেখান থেকেই ডেঙ্গি ছড়াচ্ছে সল্টলেকে।

আরও পড়ুন -  মন খারাপ হলে, কথা বলুন ঋতাভরীর সাথে, কথা বলে মণ হালকা করুন

দুইজনের মৃত্যু হয় ডেঙ্গুর কারণে। পাশাপাশি পৌরসভা থেকে জানানো হচ্ছে পৌরসভার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে মশার তেল এবং ব্লিচিং পাউডার তাঁরা ছড়ায়। কিন্তু মানুষ নিজে সচেতন নয় সেই কারণে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সল্টলেকে বাড়ছে। এই মুহূর্তে বিধান নগর পৌরসভা অন্তর্গত ২০০০ থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন -  ভোটের আগে দুই রাজ্যের পুলিশ এবং প্রশাসনের সমন্বয়ে রাখতে উচ্চ পর্যায়ের বৈঠক