৭ বছর পর ভারতে পাকিস্তান ক্রিকেট দল, বাবরের মুচকি হাসি

Published By: Khabar India Online | Published On:

ভারতে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দল ২০২৩ সালের বিশ্বকাপ খেলার জন্য। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান দল বুধবার রাতে হায়দ্রাবাদে পৌঁছায়। বিমানবন্দরে অভ্যর্থনা জানানো হয় টিম পাকিস্তানকে। ২০২৩ সালের বিশ্বকাপ শুরু হওয়ার কথা ৫ অক্টোবর।

প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। পাকিস্তানের প্রথম ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। আগামী ৬ অক্টোবর হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে।

হায়দ্রাবাদ বিমানবন্দরে উপস্থিত সকলের আকর্ষণের কেন্দ্র ছিলেন পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা। বাবর আজম, শাহিন আফ্রিদি এবং ফখর জামান সহ পাকিস্তানের একাধিক তারকা ক্রিকেটার বিমানবন্দরে ফ্রেম বন্দী হয়েছেন। খেলোয়াড়দের পাশাপাশি ক্রিকেট দলের সাপোর্ট স্টাফরাও ভারতে এসেছে।

আরও পড়ুন -  রোহিতের একাধিক রেকর্ড বিশ্বকাপে সিক্সারে, পয়েন্টস টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা

তাঁরা বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে চলে যায়। হায়দ্রাবাদ বিমানবন্দরের বাইরে পাকিস্তানি খেলোয়াড়দের দেখার জন্য ভালো ভিড় জমেছিল। ভক্তরা অনেকে মোবাইল ফোনের ক্যামেরায় পাকিস্তানি খেলোয়াড়দের ছবি তুলেছেন।

আরও পড়ুন -  VIDEO: আতঙ্ক সৃষ্টি করলেন বরুণ ধাওয়ানের ভাগ্নি, ক্যাটরিনা কাইফকে পরাজিত করেছেন নাচে

উল্লেখ্য, ভারত এবং পাকিস্তানের মধ্যকার ম্যাচটির জন্য ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ খেলার পর ১০ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে পাকিস্তান দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। তারপর ১৪ অক্টোবর আহমেদাবাদে ভারত ও পাকিস্তানের মধ্যকার বহু আলোচিত ম্যাচটি হবে। সেমিফাইনালের আগে পাকিস্তানের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। আগামী ১১ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি।

আরও পড়ুন -  পথ শিশুদের জন্য সুরক্ষা

পাকিস্তানের স্কোয়াডঃ

বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, ফখর জামান, ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, সালমান আলী আগা, মোহাম্মদ নওয়াজ, উসামা মীর, হারিস রউফ, হাসান আলী, শাহিন আফ্রিদি এবংমোহাম্মদ ওয়াসিম।