একাধিক নদীতে জলস্ফীতি

Published By: Khabar India Online | Published On:

খায়রুল আনাম, বীরভূম:  বীরভূম হয়ে মুর্শিদাবাদের উপর দিয়ে প্রবাহিত একাধিক নদীতে জলস্ফীতি দেখা দেওয়ার ফলে, দুই জেলাতেই বন্যা পরিস্থিতি দেখা দেয় এবং বন্যা হলে বসতি থেকে কৃষিজমি সবই ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। আর এই পরিস্থিতির উদ্ভব হলে মুর্শিদাবাদের কান্দি এলাকা বিশাল ক্ষতির মুখে পড়ে।

আরও পড়ুন -  অবৈধ শারীরিক সম্পর্ক বাড়ির কাজের মেয়ের সঙ্গে মালিক, একদম ভুল করে সবার সাথে দেখবেন না

ময়ূরাক্ষী নদীর বীরভূমের তিলপাড়া জলাধার থেকে জল ছাড়া হলে এমনই পরিস্থিতি হয়ে থাকে। এবারও যার ব্যতিক্রম ঘটেনি। সেইসাথে বৈধরা জলধার থেকে জল ছাড়া হলে একই সমস্যার উদ্ভব হয়। কান্দি মহকুমা কৃষি আধিকারিক পরেশনাথ বল অবশ্য বলেছেন, এখনও পর্যন্ত ক্ষতির তেমন কোনও আশঙ্কা নেই। টানা তিন দিন ধান গাছ বন্যার জলের তলায় থাকলে সমস্যা হয়ে থাকে। তবে এখনও পর্যন্ত সেই পরিস্থিতি হয়নি।

আরও পড়ুন -  Maa Durga: মা দূর্গার ভূমিকায় মিঠাই, জি বাংলায়