পালসার সিরিজের নতুন বাইক পালসার N150 বাজাজ লঞ্চ করলো, দাম মাত্র ১.১৮ লক্ষ টাকা.
টু হুইলার উৎপাদনকারী সংস্থা বাজাজ ভারতে সম্প্রতি পালসারপ্রেমীদের জন্য একটি নতুন সুখবর দিয়েছে। ২৬ শে সেপ্টেম্বর ভারতের বাজারে বাজাজ লঞ্চ করেছে নতুন পালসার, যার নাম দিয়েছে PULSAR N150.
কোম্পানি এই বাইকে ১৫০ সিসি ইঞ্জিন দিয়েছে, সাথেই দেওয়া হয়েছে একক চ্যানেল এবিএস সিস্টেম। এই বৈশিষ্ট্যটি ব্রেকিং ও ট্রাকশন নিয়ন্ত্রণে কার্যকর হতে চলেছে।
দামের দিকে বলতে গেলে এই বাইকটি লঞ্চ করা হয়েছে মাত্র ১.১৮ লক্ষ টাকা দামে। বাইকের তিনটি নতুন রংয়ের বিকল্প আপনি পাবেন। রয়েছে রেসিং রেড, ইবনি ব্ল্যাক ও মেটালিক পার্ল হোয়াইট। বাইকে আপনি ১৫০ সিসি ইঞ্জিন পাবেন। সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি দিতে পারে ও ১৩.৫ নিউটন মিটার টর্ক জেনারেট করে।
কোম্পানি এই বাইকে একটি সিঙ্গেল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে যা ট্রাকশন কন্ট্রোল সাপোর্ট দিতে পারে। এছাড়াও ব্রেকিং কন্ট্রোল সিস্টেম দেবে এই বাইক।
বেশ কিছু নতুন ফিচার দেখতে পেয়ে যাবেন। মাইলেজের দিক থেকে পালসার সিরিজের এই নতুন বাইকটি হতে চলেছে খুব ভালো। ভারতে লঞ্চ হওয়া এই নতুন বাইকটি ৪৫ থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে পারে।
পালসার যে ধরনের বাইক সেই নিরিখে এ হতে চলেছে একটি দারুণ বিষয়। ১৫০ সিসি ইঞ্জিন থাকা সত্ত্বেও ৫০ কিলোমিটার মতো মাইলেজ দেবে। বলতে গেলে এই বাইকের ইঞ্জিন সাপোর্ট খুবই ভালো।
ছবিঃ সংগৃহীত।