ঋষি সুনাক নিষিদ্ধ করছেন সিগারেট যুক্তরাজ্যে

Published By: Khabar India Online | Published On:

ঋষি সুনাক নিষিদ্ধ করছেন সিগারেট যুক্তরাজ্যে।

প্রধানমন্ত্রী ঋষি সুনাক সিগারেট থেকে পরবর্তী প্রজন্মকে দূরে রাখতে যুক্তরাজ্যে সিগারেট নিষিদ্ধ করতে পারেন। ব্রিটিশ গণমাধ্যম প্রতিবেদনে জানা যায়।

যুক্তরাজ্য সরকারের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, এতে বলা হয়, নিউজিল্যান্ডের মতো ধূমপানবিরোধী আইন করতে চান ঋষি।পরিকল্পনা অনুযায়ী, ২০০৯ সালের ১ জানুয়ারির পর জন্মানো কারও কাছে সিগারেট বিক্রি করা যাবে না।

আরও পড়ুন -  ভারতে প্রতি ১০ লক্ষে নতুন আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহ ধরে বিশ্বের মধ্যে সর্বনিম্ন

ব্রিটিশ সরকারের এক মুখপাত্র গণমাধ্যমকে বলেন, আমরা ২০৩০ সালের মধ্যে ধূমপান মুক্ত দেশ হতে চাই। এ জন্য আমরা আরও বেশি লোককে উত্সাহিত করতে চাই। ধূমপান নিরুৎসাহিত করতে বিনামূল্য ভ্যাপ কিট দেওয়া হবে।

আরও পড়ুন -  Stadium 974: এখন শুধু সময়ের অপেক্ষা, স্টেডিয়াম ৯৭৪ ইতিহাস হতে চলেছে!

অন্ত্বঃসত্ত্বা নারীদের ধূমপান থেকে বিরত রাখতে ভাউচার স্কিম দেওয়া হবে। এর মাধ্যমে একজন ব্যক্তি নগদ অর্থ ছাড়া বিভিন্ন রকম সুবিধা নিতে পারবে। গণমাধ্যম প্রতিবেদন নিয়ে যুক্তরাজ্য সরকারের মুখপাত্র আর কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত মে মাসে ব্রিটিশ সরকার জানায়, খুচরা বিক্রেতারা শিশুদের বিনামূল্যে ই-সিগারেটের নমুনা দিলে তা কঠোর হাতে দমন করা হবে। গত জুলাইয়ে যুক্তরাজ্য সরকার জানায়, পরিবেশ এবং স্বাস্থ্যগত দিক বিবেচনায় একবার ব্যবহার করা যায় এমন ই-সিগারেটে বা ডিসপোজেবল ই-সিগারেট বিক্রি ২০২৪ সালের মধ্যে মধ্য নিষিদ্ধ করা হবে।

আরও পড়ুন -  নতুন প্রজন্মের বা নতুন ধারার দক্ষতার প্রশিক্ষণের জন্য আরও সুযোগ সৃষ্টি করতে

সূত্রঃ গার্ডিয়ান, রয়টার্স। ছবিঃ সংগৃহীত।