১৮ বছরের ঊর্ধ্বের জন্য। দীনেশ লাল যাদব (Dinesh Lal Yadav Nirahua) অর্থাৎ নিরাহুয়া পালটিয়ে দিয়েছেন ভোজপুরি ফিল্মের সংজ্ঞাকে। নিরাহুয়ার সঙ্গে আম্রপালি দুবে (Amrapali Dubey)-র অনস্ক্রিন রসায়ন দারুন মনোগ্রাহী।
তাঁর কেরিয়ারের নানান সময়ে দীনেশ অন্যান্য অভিনেত্রীদের সাথেও কাজ করেছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন মধু শর্মা (Madhu Sharma)। মধু অভিনেত্রী সাথে একজন ফিল্ম প্রযোজক। কয়েকটি মারাঠি ফিল্ম প্রযোজনা করেছেন। নিরাহুয়া এবং মধু জুটির অন্যতম হিট ফিল্ম হল ভোজপুরি ফিল্ম ‘এক দুজে কে লিয়ে’। 2013 সালে মুক্তিপ্রাপ্ত ‘পেয়াস তন কি বুঝা যা’ এত বছর পরেও ভক্তদের কাছে যথেষ্ট জনপ্রিয় হয়ে রয়েছে।
এই গানের শুরুতে দেখা গেছে, তুমুল বাইরে বৃষ্টি হচ্ছে। এক মন্দিরের ভিতর আশ্রয় নিয়েছেন মধু এবং নিরাহুয়া। মধুর পরেছেন হলুদ শিফন শাড়ি। এই গানে তাঁর তাকানা মনে করিয়ে দেয় ‘মোহরা’-র রবীনা ট্যান্ডন (Raveena Tandon)-কে।
মধু মন্দিরের ভিতরে নাচতে থাকেন বর্ষার ছন্দে। এই বৃষ্টির জল নিজের মুখে ছিটিয়ে দেন তিনি। মধুকে হা করে দেখেন নিরাহুয়া। তাঁর পরনেও হালকা হলুদ রঙের শার্ট এবং সাদা ট্রাউজার।
এবার নিজের শাড়ির আঁচল দিয়ে নিরাহুয়ার মুখ আবৃত করে গানের সুরে মধু বলেন তাঁর শরীরের তৃষ্ণা মিটিয়ে দিতে। তিনি কামনা করছেন নিরাহুয়াকে। এবার মধুকে চুম্বন করতে যান নিরাহুয়া। কিন্তু সরে যান নায়িকা। তিনি বলেন, তাঁর হৃদয়ে স্থান করে নিতে। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে থাকেন দুজনে।
তাঁর সাথে ঘনিষ্ঠ হয়ে মধুকে চুম্বন করেন নিরাহুয়া। বৃষ্টির জল যেন আগুন ধরিয়ে দেয় মধুর সারা শরীরে। নিরাহুয়াকে অনাবৃত করার চেষ্টা করেন। এবার ক্রমশ প্রগলভ হয়ে ওঠেন মধু। মধুকে দেখা যায় নিজের ভিজে শাড়ি পরিবর্তন করে নিরাহুয়ার পরনের শার্ট পরতে। অবাক হয়ে তাকিয়ে থাকেন নায়ক। তাঁর পরনে সাদা রঙের ভেস্ট এবং ট্রাউজার। এর পর ঝড় ওঠে চারপাশে। তারপর দুজনে খড়ের বিছানায় একে অপরের সাথে মিশে যান নিরাহুয়া এবং মধু। গানটি গেয়েছেন পামেলা জৈন (Pamela Jain)।