TRP: কামব্যাক ‘জগদ্ধাত্রী’, ‘অনুরাগের ছোঁয়া’ কি টপার হতে পেরেছে টিআরপির বিচারে

Published By: Khabar India Online | Published On:

TRP: কামব্যাক ‘জগদ্ধাত্রী’র, ‘অনুরাগের ছোঁয়া’ কি টপার হতে পেরেছে টিআরপির বিচারে।

উৎসব শুরু হয়ে গিয়েছে। বিশ্বকর্মা পুজো এবং গণেশ চতুর্থী দুটো পুজো হয়েছে। তার জেরে একদিন পিছিয়ে শুক্রবার প্রকাশ্যে এল টিআরপি তালিকা (TRP List)। গত সপ্তাহের থেকে এ সপ্তাহে বেশ কিছু পরিবর্তন হয়েছে সেরা দশের টিআরপি লিস্টে।

প্রথম স্থান ধরে রাখতে সক্ষম হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’। গত বারের ভরাডুবির পর ঘুরে দাঁড়িয়েছে ‘জগদ্ধাত্রী’। চার নম্বর থেকে এক লাফে আবার দু নম্বরে ফিরেছে জি বাংলার টপার। তৃতীয় স্থানে রয়েছে ‘ফুলকি’। জি এর আরো দুই সিরিয়াল ‘নিম ফুলের মধু’ ও ‘রাঙা বউ’ও ভালো ফল করলো।

আরও পড়ুন -  Rachana Banerjee: হলুদ টপ, মুখে অমলিন হাসি, হট লুকে অভিনেত্রী রচনা ব্যানার্জি

এই দুটি সিরিয়ালই প্রথম পাঁচে জায়গা পেতে সক্ষম হয়েছে।

প্রথম পাঁচে জি এর আধিপত্য থাকলেও ছয় থেকে দশের মধ্যে রয়েছে স্টার জলসারই পাল্লা ভারী। ষষ্ঠ স্থানে স্টারের জনপ্রিয় সিরিয়াল ‘সন্ধ্যাতারা’ জায়গা করেছে।

তার পরেই কম নম্বর নিয়ে জি এর ‘কার কাছে কই মনের কথা’। বিতর্কে ভর করেই নম্বর তুলছে এই ধারাবাহিক। অষ্টম স্থানও জি এর দখলে। ‘খেলনা বাড়ি’ রয়েছে এই স্থানে। নয় এবং দশ নম্বর স্থান আগে বুক করে নিয়েছে স্টার জলসা। ‘লাভ বিয়ে আজ কাল’ ও ‘হরগৌরী পাইস হোটেল’ যথাক্রমে এই দুই ধারাবাহিক রয়েছে নবম এবং দশম স্থানে।

আরও পড়ুন -  বিশ্বকর্মা পুজোর দিনেই বৃষ্টিতে ভিজল রাজ্যের একাধিক জেলা

টিআরপি তালিকাঃ

(১) অনুরাগের ছোঁয়া- ৮.৯
(২) জগদ্ধাত্রী- ৮.৪
(৩) ফুলকি- ৭.৮
(৪) নিম ফুলের মধু- ৭.৭
(৫) রাঙা বউ- ৬.৮
(৬) সন্ধ্যাতারা- ৬.৭
(৭) কার কাছে কই মনের কথা- ৬.৬
(৮) খেলনা বাড়ি- ৬.৫
(৯) লভ বিয়ে আজকাল- ৬.৪
(১০) হরগৌরী পাইস হোটেল- ৬.৩
(১১) বাংলা মিডিয়াম- ৫.৯
(১২) তুঁতে- ৫.৫
(১৩) ইচ্ছে পুতুল- ৫.৩
(১৪) কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ- ৪.৭
(১৫)মুকুট, এক্কা দোক্কা, তোমাদের রাণী- ৪.৫
(১৬) গৌরী এলো- ৩.৯
(১৭) মন দিতে চাই- ৩.৭
(১৮) গাঁটছড়া ৩.২
(১৯) রামপ্রসাদ- ৩.০
(২০) শ্রীকৃষ্ণ লীলা- ২.৯
(২১) বোঝেনা সে বোঝেনা- ১.৯

আরও পড়ুন -  পাথরপ্রতিমায় স্থায়ী সেবাকেন্দ্র গড়ছে ভারত সেবাশ্রম সংঘ

রিয়েলিটি শো:

(১) দিদি নাম্বার ওয়ান- ৫.৮
(২) ডান্স বাংলা ডান্স- ৫.৭
(৩) স্টার জলসা ফিকশন ওভারঅল- ৫.৬
(৪) ঘরে ঘরে জি বাংলা- ১.৬