RBI প্রকাশিত নতুন নিয়ম হোম লোন নিয়ে, ব্যাঙ্কের এই ভুলে প্রতিদিন পাবেন ৫,০০০ টাকা

Published By: Khabar India Online | Published On:

RBI প্রকাশিত নতুন নিয়ম হোম লোন নিয়ে, ব্যাঙ্কের এই ভুলে প্রতিদিন পাবেন ৫,০০০ টাকা।

যদি কোনও ব্যাঙ্ক বা NBFC থেকে হোম লোন নিয়ে থাকেন এই খবরটি পড়ুন। বাড়ি তৈরি অথবা ফ্ল্যাট কেনার জন্য ঋণ নেওয়া এখন সহজ হয়েছে। ঋণ পরিশোধের পর এমন অনেক ঘটনা প্রকাশ্যে এসেছে, যেখানে গ্রাহকদের সম্পত্তির কাগজপত্র ফেরত পেতে খুব ঘুরতে হয়েছে।

আরও পড়ুন -  Word Bet: উদ্ধার হয়েছে ১৪৭ কার্টুন শব্দ বাজি

সম্প্রতি ব্যাংক থেকে সম্পত্তির নথি হারিয়ে যাওয়ার একটি মামলাও সামনে এসেছে। এই ধরনের ঘটনা পরপর প্রকাশ্যে আসার পর রিজার্ভ ব্যাঙ্ক নতুন আদেশ জারি করেছে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সমস্ত ব্যাঙ্ক ও NBFC গুলির জন্য নতুন নিয়ম জারি করেছে। কেন্দ্রীয় ব্যাংকের আদেশে বলা হয়, ঋণের পুরো টাকা পরিশোধের ৩০ দিনের মধ্যে সব কাগজপত্র ফেরত দিতে হবে। এই সময়ের পরে ব্যাঙ্ক অথবা এনবিএফসি যদি নথিটি প্রকাশ করে তবে তাদের ভারী জরিমানা দিতে হবে। প্রতিদিন ৫,০০০ টাকা জরিমানা করা হবে। জরিমানার টাকা সংশ্লিষ্ট সম্পত্তির মালিক পাবে।

আরও পড়ুন -  Asia Cup: এশিয়া কাপ শ্রীলঙ্কাতেই হচ্ছে

RBI প্রকাশিত এই নতুন নিয়ম কার্যকর হবে ১ লা ডিসেম্বর, ২০২৩ থেকে। যদি কোনও ঋণগ্রহীতার সম্পত্তির নথি হারিয়ে যায়, ব্যাঙ্ককে নথিগুলির নকল কপি পেতে গ্রাহককে সহায়তা করতে হবে। ঋণ পরিশোধের পরে, স্থাবর ও অস্থাবর সম্পত্তির নথি ব্যাংককে অবশ্যই ফেরত দিতে হবে।

আরও পড়ুন -  অনায়াসে দিনের আলোয় চলছে গাছ কাঁটা, খবর পেয়ে গাছগুলি বাজেয়াপ্ত করলো বনদপ্তর