India-Pakistan: ভারত-পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে বন্ধ

Published By: Khabar India Online | Published On:

ভারত-পাকিস্তান ম্যাচ, বৃষ্টিতে বন্ধ।

বৃষ্টি শঙ্কা ছিল আগেই ভারত-পাকিস্তান ম্যাচের দিনে। সেই জন্য এই হাই-ভোল্টেজ ম্যাচে রিজার্ভ ডে রাখার বিতর্কিত সিদ্ধান্ত নেয় এসিসি। সেই শঙ্কায় সত্যি হলো। ভারতীয় ইনিংসের মাঝপথে বৃষ্টিতে বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে খেলা। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে উইকেট কভার দিয়ে ঢেকে রাখা হয়েছে।

আরও পড়ুন -  Sikkim: ২৩ বাংলাদেশিসহ দু'হাজারের বেশি পর্যটক আটকা পড়েছেন সিকিমে, বর্ষণ ও বন্যায়

রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে টস জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানান পাকিস্তানি অধিনায়ক বাবর আজম। টস হেরে ব্যাট করতে নেমে ভারতকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। দ্রুত রান তুলতে থাকা এই দুই ব্যাটার ওপেনিং জুটিতে করেন ১২১ রান।

আরও পড়ুন -  Weather Forecast: ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, আবহাওয়ার ব্যাপক ভোলবদল

এই দুজনই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেছেন। ফিফটি পূরণের পর শাদাব খানের বলে আউট হওয়ার আগে ৫৬ রান করেন রোহিত। মাত্র ৪৯ বলে খেলা তার এই ইনিংসটি ছয়টি চার এবং চারটি ছয়ে সাজানো। ৫২ বলে ১০টি চারের সাহায্যে ৫৮ রান করে আউট হয়েছেন শুভমান গিল।

আরও পড়ুন -  লাইফ হার্ট স্যুটে ফিরছে

ছবিঃ সংগৃহীত।