ODI World Cup: কোন দল জিতবে ২০২৩ বিশ্বকাপ, ভবিষ্যৎবাণী শোয়েব আখতারের

Published By: Khabar India Online | Published On:

প্রত্যেকটি দল এশিয়া কাপের মেগা আসরের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতি নিতে শুরু করেছে। ভারতের মাটিতে অনুষ্ঠিত হতে চলেছে একদিনের বিশ্বকাপের আসর। স্বাভাবিকভাবেই উত্তেজনার মধ্যে দিন কাটাচ্ছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের বড় মন্তব্য প্রকাশ্যে এসেছে। সংবাদটি হট কেকের মত ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

জানিয়ে রাখি, চলতি এশিয়া কাপে ইতিমধ্যে ভারত ও পাকিস্তান সংঘর্ষ দেখেছে ক্রিকেটপ্রেমীরা। কিন্তু সেই সংঘর্ষের কোনরকম ফলাফল পাইনি কোন দেশ। আগামী ১০ই সেপ্টেম্বর দ্বিতীয় বারের জন্য মুখোমুখি লড়াইয়ে নামতে চলেছে ভারত ও পাকিস্তান।

আরও পড়ুন -  Argentina: ফাইনালে আর্জেন্টিনা, ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে হারিয়ে

আগামী ১৭ই সেপ্টেম্বর এশিয়া কাপের মেগা ফাইনালে ফের মুখোমুখি হতে পারে এই দুই দেশ। জানিয়ে রাখি, আগামী ৫ই অক্টোবর থেকে শুরু হবে বিশ্বকাপের মেগা আসর। চলবে ১৯শে নভেম্বর পর্যন্ত।

আরও পড়ুন -  সবচেয়ে কাছের মানুষকে হারালেন ঋদ্ধিমা, জন্মদাত্রী মাকে !

উল্লেখ্য, বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচ আগামী ৮ই অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে।

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্য রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে নেট পাড়ায়। তিনি কোন ভুমিকা না করে আসন্ন বিশ্বকাপে কোন দল জিতবে তা নিয়ে ভবিষ্যৎবাণী করে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে শোয়েব আখতার বলেন, আসন্ন বিশ্বকাপে ভারতের পাশাপাশি ভালো পারফরম্যান্স করবে পাকিস্তান। নিজের দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য বাড়তি চাপ থাকবে টিম ইন্ডিয়ার উপরে।

আরও পড়ুন -  Viral Photo: জানলে অবাক হবেন, ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের বেতন কত ছিল?

টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত নিজেদের ব্যাটিং লাইন-আপ গুছিয়ে নিতে পারেনি। আসন্ন বিশ্বকাপে টিম ইন্ডিয়ার জন্য কঠিন পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অবশ্যই বিশ্বকাপের আসরে বাবর আজমরা থাকবে আমার ফেভারিট। বিশ্বকাপ জেতার সম্ভাবনা রয়েছে শক্তিশালী ইংল্যান্ডের।