গতকাল আকাশে দেখা গিয়েছিলো মিষ্টি রোদের দেখা। আবার আজ মুখ ভার থাকলেও পুজোর গন্ধ আকাশে বাতাসে ভেসে আসছে। আর মাস খানেক পরেই মহালয়া (Mahalaya)। বাঙালির কাছে বিশেষ গুরুত্ব বহন করে আনে এই দিনটি। যুগ যতই বদল হোক, ভোর চারটেয় উঠে রেডিওতে ‘মহিষাসুরমর্দিনী’ শোনার রেওয়াজ এখনো বজায় রেখেছে অধিকাংশ বাঙালি পরিবারগুলি।
বাড়িতেই মহালয়ার ভোর শুরু হয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর কণ্ঠে চণ্ডীপাঠ দিয়ে। তার জন্য কয়েকদিন আগে থেকেই পুরনো রেডিও ঝাড়পোঁছের পর্ব শুরু হতে থাকে।
মহালয়ার প্রসঙ্গ উঠলে রেডিওর সাথে চলে আসে টেলিভিশনের নাম। প্রতি বছরই বিভিন্ন চ্যানেল মহালয়া উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে। প্রথম সারির চ্যানেলগুলির মহালয়ার অনুষ্ঠান নিয়ে আলাদা আগ্রহ থাকে দর্শকমহলে। প্রতিবার বড়পর্দা ও ছোটপর্দার নানান নায়িকাদের দেবী দূর্গার সাথে অন্যান্য দেবীদের তুলে ধরা হয় এই অনুষ্ঠানগুলিতে। এ বছরে স্টার জলসায় মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে কোয়েল মল্লিককে (Koel Mallick)।
View this post on Instagram
সম্প্রতি চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হয়েছে কোয়েলের প্রথম লুক। লাল শাড়ি, সর্বাঙ্গে গয়নায় মোড়া, হাতে ত্রিশূল নিয়ে দুর্গতিহারিনী রূপে ধরা দিয়েছেন টলিউড অভিনেত্রী। এ বছর স্টার জলসার মহালয়ার অনুষ্ঠানের নাম রাখা হয়েছে ‘যা দেবী সর্বভূতেষু’। আগামী ১৪ অক্টোবর মহালয়ার দিন ভোর ৫ টায় জলসায় সম্প্রচারিত হবে এই বিশেষ অনুষ্ঠান। চ্যানেলের অফিশিয়াল ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে অনুষ্ঠানের এই প্রথম ঝলক।
কোয়েলকে দেবী দূর্গা রূপে পেয়ে উচ্ছ্বসিত নেটিজেনরাও। কমেন্ট বক্সে আনন্দ প্রকাশ করেছেন। উল্লেখ্য, আগেও কোয়েলকে দূর্গা রূপে দেখা গিয়েছে টেলিভিশনের মহালয়ায়।
সকলেই এক বাক্যে স্বীকার করেন, দূর্গা রূপে কোয়েলকে দারুণ মানায়। তাঁকে চেনা লুকে পেয়ে অনুষ্ঠান দেখার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই।