সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বিহারের নির্বাচনের ফল ঘোষণা হওয়ায় ভারতীয় জনতা পার্টি ভালো ফল করাতে মালদা জেলার হবিবপুর ব্লকের দাল্লা এলাকায় বিজেপিতে যোগদানের হিড়িক। বিহারে নির্বাচনের পর পশ্চিমবঙ্গের আগামী বিধানসভা নির্বাচনের আগে বিজেপির তরফে মালদা জেলার বিভিন্ন ব্লকে যোগদানের কর্মসূচি চলছে। সেই অবস্থায় মালদা জেলার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ফাটল ধরালো পদ্ম শিবির। জানা যায় বুধবার হবিবপুর ব্লকের বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের দাল্লা এলাকায় তৃনমুল কংগ্রেসের সহ বিভিন্ন দল ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন কয়েকশো পরিবার।এদিন প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ও দিনদয়াল উপাধ্যায় ছবিতে মাল্যদান ও বিজের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ কর্মসূচি অনুষ্ঠান করা হয়।
আগামী বিধানসভা আগে এরকম বড় যোগদান কর্মসূচি ঘিরে চিন্তার ভাঁজ পড়েছে হবিবপুর শাসকদলের এদিন হবিবপুর ব্লকের দাল্লা এলাকায় দাল্লা বিজেপির লোকাল কমেটির উদ্যোগে এদিন প্রায় ২০০ পরিবারের সদস্য ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। আগত কর্মীদের বিজেপির দলীয় পতাকা তাদের হাতে তুলে দেন মালদা জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল।
এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন-মালদা জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল, জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং, এসটি মোর্চার রাজ্য সহ-সভাপতি জ্ঞানেন্দ্রনাথ চড়ে, হবিপুর বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ত্রিদীব রায়, জেলার আইটি সেলের প্রমুখ নীলাঞ্জনা দাস, জেলা এসটি মোর্চার গণেশ মাডি, জেলার এসসি মোর্চা সভাপতি রামকৃষ্ণ দাস,zp3 মন্ডল সভাপতি সঞ্জীব সরকার, সহ বুথ স্তরের সাধারন সম্পাদক গৌড় গোপাল বালা সহ হিমাংশু বিশ্বাস ও অনির্বান বিশ্বাস সহ বিভিন্ন কার্যকর্তা ও কর্মীরা।এদিন বক্তব্য রাখতে গিয়ে জেলা বিজেপির সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল শাসকদলকে কটাক্ষ করে বলেন মালদহে আজব কাণ্ড জেলা পরিষদের সভাধিপতি, কর্মাধ্যক্ষ অন্য কয়েকজন সদস্য – প্রায় দশ জনের খোঁজ নেই। হঠাৎ করেই এদের উধাও হওয়ার তৃণমূল কংগ্রেসর সাংসদ মৌসুম নুর এই দশজনকে খুজে বেরাছেন।কারণ আগামীতে তৃণমূল কংগ্রেসের মালদা জেলা থেকে মুছে যেতে চলছে বলে যানান।