মরদেহ উদ্ধার বিমান সেবিকার, বন্ধ ফ্ল্যাট থেকে

Published By: Khabar India Online | Published On:

মরদেহ উদ্ধার বিমান সেবিকার, বন্ধ ফ্ল্যাট থেকে।

এক বিমান সেবিকার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ মুম্বাইয়ে বন্ধ ফ্ল্যাটের ভেতর থেকে। মঙ্গলবার গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ছত্তিশগড় প্রদেশের বাসিন্দা রুপাল ওগ্রে এয়ার ইন্ডিয়াতে চাকরি পাওয়ার পর চলতি বছরের এপ্রিলে মুম্বাই আসেন। সেখানে প্রেমিক ও বোনকে নিয়ে আন্ধেরির একটি অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। ওই ফ্ল্যাট থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -  Electric Cycle: স্কুটার কেনার ঝামেলা শেষ, মাসে মাত্র ২৩৯৯ টাকায় আপনার হতে পারে!

পুলিশ জানায়, গত রবিবার রুপালকে ফোনে না পেয়ে তার পরিবারের সদস্যেরা উদ্বিগ্ন হয়ে বন্ধুদের ফোন করেন। তারপর রুপালের বন্ধুরা ওই ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ দেখে অনেক ধাক্কা দেওয়ার পরও সাড়া না পেয়ে পুলিশে ফোন করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে রুপালকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। এরপর তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন -  এই স্মার্টফোন জলের মধ্যেও চালু থাকবে মোটোরোলা কোম্পানির এই ফোন, জানুন MOTOROLA EDGE 40 NEO এর স্পেসিফিকেশন

রুপালের মৃত্যুর ঘটনায় পুলিশ ওই অ্যাপার্টমেন্টের ঝাড়ুদার বিক্রম অটওয়ালকে আটক করেছে। কারণ তার মাতায় আঘাতের চিহ্ন রয়েছে। সেই জন্য তাকে সন্দেহ করা হচ্ছে। সাথে তার স্ত্রীকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

আরও পড়ুন -  ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় চাঞ্চল্য মানিকচকে

সূত্রঃ এনডিটিভি। ছবিঃ সংগৃহীত।