স্বস্তিকার সাথে মিটল সমস্যা, দিব্যজ্যোতির জন্মদিনে

Published By: Khabar India Online | Published On:

স্বস্তিকার সাথে মিটল সমস্যা, দিব্যজ্যোতির জন্মদিনে।

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’ দর্শকদের কাছে খুব পছন্দের ধারাবাহিক। গত দুই সপ্তাহ ধরে এই ধারাবাহিকটি টিআরপি চার্টে দ্বিতীয় স্থানে আছে। অনেকের মতে ধারাবাহিকের নায়ক-নায়িকা সূর্য এবং দীপার অনস্ক্রিন রসায়ন ঠিক জমছে না।

অফস্ক্রিন তাঁদের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। এই জন্য প্রথম স্থান হাতছাড়া হয়েছে ‘অনুরাগের ছোঁয়া’-র। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত ‘টেলি অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস 2023’-তে সেরা জুটির পুরস্কার পেয়েছেন সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত (Dibyajyoti Dutta) এবং দীপা ওরফে স্বস্তিকা ঘোষ (Swastika Ghosh)।

আরও পড়ুন -  Wall Collapses: দেয়ালধসে নিহত ৯ ভারি বৃষ্টিতে, উত্তরপ্রদেশে

এবার একসাথে ক্যামেরাবন্দিও হয়েছেন। সেই ছবি ইন্সটাগ্রামে ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন স্বস্তিকা। শনিবার ছিল চমকপ্রদ দিন।
দিব্যজ্যোতির জন্মদিন এইদিন। 2 রা সেপ্টেম্বর পঁচিশ বছর বয়সে পা দিলেন দিব্যজ্যোতি। তাঁর জন্মদিনে ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে দিব্যজ্যোতির সাথে নিজের একটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা।

আরও পড়ুন -  Durga Pujo: বেহালা জগৎ রাম মুখোপাধ্যায় দুর্গা পূজা

ছবিতে পাহাড়ি মেয়ের পোশাকে দেখা যাচ্ছে তাঁকে। দিব্যজ্যোতি রয়েছেন সূর্যর লুকেই। জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে স্বস্তিকা লিখেছেন, দিব্যজ্যোতি যেন সবসময়ই আনন্দে থাকেন এবং আরও ভালো কাজ করেন। কিন্তু দিব্যজ্যোতিকে সোশ্যাল মিডিয়া পোস্টে ট্যাগ করেননি স্বস্তিকা।

আরও পড়ুন -  ‘অনুরাগের ছোঁয়া’-র দীপা কন্ঠে যেন জাদু, লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল

দিব্যজ্যোতিও তাঁর শুভেচ্ছাবার্তার জবাব দেননি। সম্প্রতি তিনি এবং স্বস্তিকা ইন্সটাগ্রামে একে অপরকে আনফলো রেখেছেন।এরপরেই স্টুডিওপাড়া সরগরম তাঁদের সমস্যার গুঞ্জনে। স্বস্তিকা অবশ্য তা নিয়ে মুখ খোলেননি।

দিব্যজ্যোতি জানিয়েছেন, বন্ধুদের মধ্যে ঝগড়া হলে পরে তা মিটে যায়। অতএব তাঁর সাথে স্বস্তিকার সমস্যার কথা একপ্রকার মেনে নিয়েছেন।