উলফা(আই)এর শীর্ষ স্থানীয় কমান্ডার দৃষ্টি রাজখোয়া ভারতীয় সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে

Published By: Khabar India Online | Published On:

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ মেঘালয়-আসাম-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সেনার গোয়েন্দা সংস্থা সুপরিকল্পিত অভিযান চালাকালীন উলফা(আই)এর শীর্ষ স্থানীয় কমান্ডার এসএস কর্ণেল দৃষ্টি রাজখোয়া সহ চারজন সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। এই চারজন হল এস এস কর্পোরাল বেদন্ত, ইয়াসিন অসম, রূপজ্যোতি অসম, মিথুন অসম। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন -  রেল টিকিটে ৭৫% ডিসকাউন্ট পাবেন এই ব্যক্তিরা, নতুন নিয়ম Indian Railway

গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গত ৯ মাস ধরে নিরলস প্রয়াস ও তল্লাশি চালানোর ফলে এই সাফল্য এসেছে।

দৃষ্টি রাজখোয়াকে বহুদিন ধরেই খুঁজছিল সেনাবাহিনী। সে আসামের নিম্নবর্তী অঞ্চলে উলফা কর্মকান্ডে জড়িত ছিল। তাঁর আত্মসমর্পণ এই সংগঠনের কাছে একটি বড় ধাক্কা। এরফলে এই অঞ্চলে শান্তি প্রতিস্থাপনের এক নতুন অধ্যায়ের সূচনা হল। এই সফল অভিযানের মাধ্যমে ভারতীয় সেনাবাহিনী পুনরায় নিশ্চিত করেছে যে তারা সর্বদা শান্তি ও সুস্থিতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। সূত্র – পিআইবি।

আরও পড়ুন -  Nuclear Weapons: ইরানকে নিয়ে চরম উৎকণ্ঠায় আছে যুক্তরাষ্ট্র, পরমাণু অস্ত্র তৈরি করে ফেলবে