South Africa: বন্দুকযুদ্ধে নিহত ১৮, দক্ষিণ আফ্রিকায়

Published By: Khabar India Online | Published On:

বন্দুকযুদ্ধে নিহত ১৮, দক্ষিণ আফ্রিকায়।

১৮ জন নিহত হয়েছে দক্ষিণ আফ্রিকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে। শনিবার পুলিশের তথ্য অনুযায়ী, এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তরপূর্বে লিম্পোপো প্রদেশের মাখাডোতে শুক্রবার এই বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

আরও পড়ুন -  Bhupinder Singh: প্রখ্যাত সঙ্গীতশিল্পী ভূপিন্দর সিং মারা গেছেন

পুলিশ বলছে, নিহত ব্যক্তিরা ব্যাংকের জন্য নগদ অর্থ বহনকারী সাঁজোয়া ভ্যান ছিনতাইকারী চক্রের সদস্য ছিল।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশ ঘটনাস্থলের কাছাকাছি গেলে সন্দেহভাজনরা গুলি চালাতে শুরু করে। সেই সময়ে পুলিশ পাল্টা গুলি চালায়। বন্দুকযুদ্ধের এক পর্যায়ে পুলিশের গুলিতে ১৮ জন নিহত হয়, তাদের মধ্যে ১৬ জন পুরুষ এবং দুইজন নারী রয়েছে। পুলিশের জাতীয় কমিশনার জেনারেল ফ্যানি ম্যাসিমোলা সাংবাদিকদের জানিয়েছেন, প্রায় ৩০ মিনিট বন্দুকযুদ্ধ চলে। তাতে পুলিশের এক কর্মকর্তা গুরুতর আহত হয়েছে। তাকে চিকিৎসা করা হচ্ছে।

আরও পড়ুন -  Aparajito: ‘অপরাজিত’ রেকর্ড গড়লো, বাংলা ছবি, অতীতের হাত ধরে