Thailand: থাকসিন সিনাওয়াত্রার সাজা কমে গেল

Published By: Khabar India Online | Published On:

অতি সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা থাইল্যান্ডের প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার সাজা কমিয়েছেন,রাজা মহা ভাজিরালোঙকোর্ন। সাজা আট বছর থেকে কমিয়ে এক বছরে করা হয়েছে।

থাকসিন সিনাওয়াত্রার কারাদণ্ড কমানোর ব্যাপারে একটি রাজকীয় গ্যাজেট প্রকাশ করা হয়েছে। সাজা কমানো নিয়ে এক বিবৃতিতে থাইল্যান্ড সরকার বলেন, আজ রাজা মহা ভজিরালঙ্কম থাকসিনের সাজায় কাটছাঁট করেছেন।সাজা সাত বছর কমিয়ে এক বছর করা হয়েছে।

আরও পড়ুন -  ভবানীপুরে মমতার প্রতিপক্ষ বাম তরুণ তুর্কি মীনাক্ষী মুখোপাধ্যায়, শর্ত অনুযায়ী ভবানীপুরে প্রার্থী দেবে কংগ্রেস

স্বেচ্ছায় ১৫ বছর নির্বাসনে থাকার পর গত ১৫ আগস্ট থাইল্যান্ডে ফিরেছেন থাকসিন। বিমানবন্দর থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। তারপরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

তিনটি অভিযোগে আদালত থাকসিন সিনাওয়াত্রাকে আট বছরের সাজা দিয়েছিলেন। আসামির অনুপস্থিতিতে থাকসিনের বিরুদ্ধে প্রাক্তন শিন কর্প প্রতিষ্ঠান সংশ্লিষ্ট মামলা সাথে একটি ব্যাংক ঋণ এবং একটি লটারির মামলার বিচারের রায়ে এই শাস্তি দেওয়া হয়েছিলো।

আরও পড়ুন -  Birbhum: বীরভূমের ২০টি গ্রাম জলের তলায়

থাকসিন থাইল্যান্ডে ফিরে আসার কয়েক ঘণ্টা পরই তার সমর্থিত ফিউ থাই পার্টির নেতা স্রেত্থা থাভিসিন সংসদে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তাকে সমর্থন জানান সেনা সমর্থিত আইনপ্রণেতারাও।

দীর্ঘ সময় দেশের বাইরে থাকলেও থাইল্যান্ডের রাজনীতিতে থাকসিন সিনাওয়াত্রার একটি বড় প্রভাব ছিল। তার প্রতি অনুগত যেসব রাজনৈতিক দল ছিল সেগুলো নির্বাচনে ভালোই ফলাফল পাচ্ছিল।

আরও পড়ুন -  IPL 2023: আমরা ওদের হাতে ম্যাচ তুলে দিয়েছি, দলের অভিজ্ঞরা কোহলির নিশানায়

ধারণা করা হচ্ছে, থাকসিন সেনাবাহিনীর সঙ্গে সাম্প্রতিক সময়ে আপোষ করেছেন। এ কারণে তিনি আবারও দেশে ফিরতে পেরেছেন। দুর্নীতি ও রাজতন্ত্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগে ২০০৬ এবং ২০১৪ সালে অভ্যুত্থানের মাধ্যমে থাকসিনের দলের সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল সেনাবাহিনী।

সূত্রঃ দ্য গার্ডিয়ান, এএফপি।