Safa Kabir: জন্মদিন আজ সাফা কবিরের

Published By: Khabar India Online | Published On:

জন্মদিন আজ সাফা কবিরের।

একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মাধ্যমে শোবিজে পা রাখেন মডেল-অভিনেত্রী সাফা কবির। তারপর বেশ কিছু বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন তিনি।

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করা সাফা কবির ‘অল টাইম দৌড়ের উপর’ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অভিনেত্রী হিসেবে যাত্রা শুরু করেন। তারপর থেকে নিয়মিত অভিনয় করছেন।

আরও পড়ুন -  Ratna Ghoshal: রত্না ঘোষালের বাংলা চলচ্চিত্র ও টেলিভিশন জগতের অভিজ্ঞতা, বিষ্ফোরক রত্না ঘোষাল

জানা গেছে, সাফা কবির ১৯৯৪ সালের ২৯ আগস্ট, আজকের দিনে বরিশালে জন্মগ্রহণ করেন। নানান ধরনের চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে এসেছেন বহুবার। এখনকার সময়ে তরুণ প্রজন্মের কাছে অভিনেত্রী কাজের মাধ্যমে আলোচিত। তিনি একটা মেয়ে নাটকে অভিনয় করেন। ২০১৪ সালে তিনি ভালোবাসা ১০১ টেলিফিল্মে অভিনয় করেন।

আরও পড়ুন -  বয়েসকে থামিয়ে দিয়েছে শ্রাবন্তী, আবার তাঁর নতুন রূপ দেখে হা হয়ে তাকিয়ে রয়েছে নেটিভক্তরা

সাম্প্রতিক সময়ে তনিমা, ঢাকাইয়া আশিক, ফ্রাইড রাইস, ভিকি জাহেদ’র ওয়েব সিরিজ ‘উষ্ণের আত্মহত্যা’, ‘বাঘবন্দি’ এবং অনম বিশ্বাসের ওয়েব সিরিজ ‘গণ কেইস’ এ অভিনয় করেও আলোচনায় রয়েছেন।

আরও পড়ুন -  Web Series: উল্লুতে এবার রিলিজ করেছে সাহসী ওয়েব সিরিজ, পরিবারের সঙ্গে দেখা যাবে না

তিনি রতন হাসানের ‘অবাক মেঘের বাড়ি’, রাফাত মজুমদারের ‘বেবি রাসেল’, সজীব মাহমুদের ‘ফুলপুর ব্রীজ’, মাসাদুল হাসানের ‘কবুল’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হয়েছেন সাফা কবির। ইমরানের ‘আমার কাছে তুমি অন্যরকম’ ও প্রীতম হাসানের ‘খোকা’ গানে মডেল হয়েও আলোচনায় আছেন।

ছবিঃ সংগৃহীত।