Imran Khan: মুক্তির নির্দেশ, ইমরান খানের সাজা স্থগিত

Published By: Khabar India Online | Published On:

মুক্তির নির্দেশ, ইমরান খানের সাজা স্থগিত।

ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে তোশাখানা দুর্নীতি মামলার কারাদণ্ড স্থগিত করেছেন। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টে তোশাখানা মামলায় ৩ বছরের সাজা স্থগিত চেয়ে করা আবেদনের ওপর শুনানি শেষে আদালতে এই রায় দিয়েছেন। পাকিস্তানি গণমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন -  নীরাহুয়াকে গোলাপী শাড়ির পল্লুতে মুগ্ধ করলেন আম্রপালি, অনুরাগীদের মনে তাপমাত্রা বেড়েছে

আইএইচসি সংক্ষিপ্ত রায়ে ঘোষণা করেছে, রায়টি একদিন আগে থেকেই সংরক্ষিত ছিল। যেখানে কর্তৃপক্ষকে পিটিআই প্রধানকে জামিনে মুক্তি দেয়ার নির্দেশ দিয়েছে।

প্রধান বিচারপতি আমির ফারুক এবং বিচারপতি তারিক মেহমুদ জাহাঙ্গীরির সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করেছেন।

ইসলামাবাদ হাইকোর্টের এ রায় ইমরান খানের জন্য একটি বড় আইনী বিজয়। আগে তিনি তোশাখানা মামলায় তার দোষী সাব্যস্ততা ও সাজাকে চ্যালেঞ্জ করেছিলেন।

আরও পড়ুন -  এনএফএল একক সুপার ফসফেট এবং বেন্টোনাইট সালফার বিক্রি বৃদ্ধি পেয়েছে

চলতি মাসের শুরুর দিকে পাকিস্তানের রাজধানীতে একটি জেলা ও দায়রা আদালত ইমরান খানকে তোশাখানা দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করেন। তারপর তাকে তিন বছরের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। ৫ বছরের জন্য রাজনীতি থেকেও নিষিদ্ধ করা হয়েছিলো।

আরও পড়ুন -  Imran Khan: নির্বাচনের দিনতারিখ ঘোষণা করতে হবে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান

আদালতের রায়ে বলা হয়, দোষী সাব্যস্ত হওয়ার কারণে পিটিআই প্রধান কোনো রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না। আদালতের রায়ের পরপরই তাকে প্রেপ্তার করা হয়।তিনি অ্যাটক কারাগারে বন্দী রয়েছেন। তারপর ওই আদালতের রায়কে চ্যালেঞ্জ করেন ইমরান খান। ইসলামাবাদ হাইকোর্টে করা আবেদনে তিনি নিজের মুক্তি ও আদালতের রায়ের স্থগিতাদেশ চেয়েছিলেন।

ছবিঃ সংগৃহীত।