ওয়েব সিরিজটি দেখুন ঘরের দরজা বন্ধ করে

Published By: Khabar India Online | Published On:

এই ওয়েব সিরিজ ১৮ বছরের ঊর্ধ্বের জন্য। জনপ্রিয়তা তৈরি হয়েছে ভারতে এখন ওয়েব সিরিজের। অনেক মানুষ আছেন, যারা ওয়েব সিরিজ দেখেই সারাদিন শেষ করে ফেলেন। আগে হয়তো ওয়েব সিরিজের ভক্ত খুব একটা ছিল না।

এই সময়ে এই রকমের ওয়েব সিরিজ দেখা মানুষের সংখ্যা বাড়ছে হু হু করে। এদিকে বৃদ্ধি পেয়েছে বিভিন্ন রকমের ওয়েব সিরিজ প্লাটফর্ম। এখনকার সময়ে শুধুমাত্র ভালো ওয়েব সিরিজ নয়, অনেক বেশি এডাল্ট ওয়েব সিরিজের প্লাটফর্ম বেড়ে উঠেছে। কিছু প্লাটফর্মের মধ্যে হল উল্লু। এখন সোশ্যাল মিডিয়াতে এই প্লাটফর্মটি বেশ নাম ডাক হয়েছে, বোল্ড কন্টেন্টের কারণে।

আরও পড়ুন -  অন্তরঙ্গতায় টেক্কা দেবে কবিতা ভাবীকেও, নূর মালবিকা ‘চরমসুখ তপন’, একান্তে দেখবেন দরজা বন্ধ করে

এর মধ্যেও সব থেকে বেশি বোল্ড ওয়েব সিরিজটি এই প্লাটফর্মে উপলব্ধ সেটি হলো ভার্জিন বয়েজ। ওয়েব সিরিজটি এখনকার সময়ে খুবই জনপ্রিয়তা পেয়েছে ভারতের যুব সমাজের কাছে। সম্প্রতি এই ওয়েব সিরিজের প্রথম সিজন রিলিজ হয়ে গেছে উল্লু অ্যপে। রিলিজ হওয়ার সাথে সাথেই এই ওয়েব সিরিজটি হয়ে উঠেছে দারুন জনপ্রিয়।

আরও পড়ুন -  সবচেয়ে কাছের মানুষকে হারালেন ঋদ্ধিমা, জন্মদাত্রী মাকে !

৩ জুলাই ২০২০ সালে হিন্দি ও তেলেগুর সাথে ইংরেজি ভাষায় রিলিজ হয়েছিল ভার্জিন বয়েজ। এখানে কমেডিতে ভরপুর এই ওয়েব সিরিজের আইএমডিবি রেটিং ৬.২। এই ওয়েব সিরিজের নাম শুনেই বুঝতে পারছেন এখানে তিনটি ছেলের কাহিনী বর্ণনা করা হয়েছে, যারা আদতেই নিজেদের জীবনে ভার্জিন। জীবনে যৌনতার খোঁজে তারা উদগ্রীব। উপায় নেই, কারণটা তাদের জীবনে মেয়ের অভাব। সেখানেই একজন নারীর প্রবেশ ঘটে তাদের জীবনে। এরপর তাদের ভাগ্যের চাকা ঘুরে গেল। আসে একটা বড় টুইস্ট, যা জানার জন্য আপনাকে এই ওয়েব সিরিজটা দেখতেই হবে।

আরও পড়ুন -  কেন্দ্র প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর দোল উৎসবে

এখানে বহু বার নোংরা দৃশ্যের কারণে এই ওয়েব সিরিজকে এখন ইরোটিক কমেডি বিভাগে রাখা হয়েছে। শিশুদের এই ধরনের কনটেন্ট থেকে দূরে রাখার পরামর্শ দেওয়া হয়। যদি এই ওয়েব সিরিজটি দেখতে চান তাহলে উল্লু অ্যাপের সাবস্ক্রিপশন নিতে হবে। ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রোহন প্রতাপ সিং, শিবম আগারওয়াল ও মারিনা কুওয়ার।