৩০ শে সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজটি, না করলে বিনামূল্যে রেশন পাওয়া যাবে না

Published By: Khabar India Online | Published On:

কেন্দ্র সরকার রেশন ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা নিয়েছে করোনার পর থেকে। জানিয়ে রাখি যে, এবার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিংক করা বাধ্যতামূলক হয়েছে। আধার কার্ড ও রেশন কার্ড লিঙ্ক না করলে আর রেশন পাওয়া যাবে না।

এই আধার এবং রেশন কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে সরকার। আগে লিঙ্ক করার শেষ তারিখ ছিল ৩০ জুন। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকার এবার আধারের সঙ্গে রেশন কার্ড লিংক করার সময়সীমা বাড়িয়ে শেষ তারিখ করেছে ৩০ শে সেপ্টেম্বর ২০২৩। ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জনবণ্টন মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন -  দুর্গা পূজা পরিক্রমা-2022

কেন্দ্রীয় সরকার আধার ও রেশন কার্ড লিংক করাতে চায় কারণ তারা রেশন ব্যবস্থায় কার্ডের অপব্যবহার সাথে রেশন কার্ড সংক্রান্ত সমস্ত ঝামেলার অবসান করতে চলেছে। ডিজিটাইজেশনের দায়িত্বে থাকা খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের উপসচিব নেত্রা মানকেম বলেছেন যে, মহারাষ্ট্রে ২.৫৬ কোটি রেশন কার্ডধারী রয়েছে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২৪.৪ লক্ষ লোক অন্ত্যোদয় আন্না যোজনার সুবিধাভোগী, যা দরিদ্র পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করে।

আরও পড়ুন -  ৫ ক্রিকেটার T20 বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড থেকে হঠাৎ বাদ পড়তে পারেন, তালিকায় কারা

বাড়িতে বসে নিজের স্মার্টফোনের মাধ্যমে রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করতে পারেন। সুবিধার জন্য দেয়া হলো এই লিংক করার প্রণালীর স্টেপ বাই স্টেপ গাইড।

1) আগে খাদ্য দফতরের ওয়েবসাইট www.wbpds.gov.in যান।
2) এবার ‘রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন’ বিকল্পটি নির্বাচন করতে
3) এবার রেশন কার্ড নম্বর লিখুন।
4) ‘লিঙ্ক আধার ও মোবাইল নম্বর’ বিকল্পটি নির্বাচন করুন।
5) এবার আধার নম্বর লিখুন।
6) আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটি লিখুন।
7) রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন।
8) আধার ও রেশন কার্ড লিঙ্ক হওয়ার পরে আপনি একটি এসএমএস পেয়ে যাবেন।

আরও পড়ুন -  Fighting: সামান্থা শিখছেন ফাইটিং, কেন?