পুলিশের উপর হামলা

Published By: Khabar India Online | Published On:

টুঙ্কা সাহা, খবরইন্ডিয়াঅনলাইন, আসানসোলঃ রানীগঞ্জের বিজেপি কর্মী দিনেশ সোনিকে গত কয়েকদিন আগেই হামলা চালানোর অভিযোগ সহ বেশ কিছু অভিযোগের প্রেক্ষিতে তার বাড়ি লাগোয়া এলাকায় অপর এক বিজেপি কর্মী দীপক শর্মা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এবার দীপক শর্মা ও তার পরিবারের অন্য সকল সদস্যদের বিরুদ্ধে দিনেশ শোনির বাড়িতে হামলা চালানোর অভিযোগে অভিযোগ দায়েরের পর পুলিশ দীপক শর্মার বাড়িতে মঙ্গলবার রাত্রে তল্লাশিতে গেলে, পুলিশের ওপর অতর্কিতে হামলা চালানোর অভিযোগ ওঠে দীপক শর্মা ও তার বাড়ির সদস্যদের বিরুদ্ধে পুলিশের এক কনস্টেবল এর হাতে কামড় দেওয়ার পাশাপাশি তাদের ওপর এসিড ছুড়ে হামলা চালানোর অভিযোগ করে পুলিশ। এর পাশাপাশি এই খবর সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয় দীপক শর্মার বাড়ির সদস্যদের হাতে। মঙ্গলবার দীপক শর্মা,তার স্ত্রী ও তার দুই ছেলেকে পুলিশ গ্রেপ্তার করে। পরে বুধবার তাদের আসানসোল জেলা আদালতে পেশ করা হলে বিচারক তাদের জেল হেফাজতের নির্দেশ দেয়।

আরও পড়ুন -  Spit: থুতু ফেলা কে কেন্দ্র করে দুই পক্ষের ছয় জন আহত