Priyanka Chopra: নিজের ‘সোনা’ কে বিদায় বললেন প্রিয়াঙ্কা

Published By: Khabar India Online | Published On:

নিজের ‘সোনা’কে বিদায় বললেন প্রিয়াঙ্কা।

একটি রেস্তোরাঁ চালু করেছিলেন প্রিয়াংকা চোপড়া প্রায় বছর দুয়েক আগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। ‘সোনা’ নামের রেস্তোরাঁ বেশ সাড়াও পেয়েছেন। এখন নতুন খবর হলো, এই রেস্তোরাঁ ব্যবসা থেকে নিজেজে গুটিয়ে নিয়েছেন প্রিয়াংকা।

২০২১ সালে প্রিয়াংকা চোপড়া ঘোষণা করেছিলেন, মনীশ কে গোয়েলের সঙ্গে নিউইয়র্কে তার নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। এখানে একচেটিয়া ভারতীয় খাবার সরবরাহ হয়।

আরও পড়ুন -  VIDEO: আম্রপালি সবুজ মাঠের মধ্যে নীরাহুয়ার রাগ ভাঙালেন, ভাইরাল ভিডিও

এ ছাড়া ভারতেও রয়েছে তার কিছু শাখা। দুই বছর পর অভিনেত্রী সেই রেস্তোরাঁর অংশীদারত্ব থেকে সরে এলেন। পিপল প্রকাশনাকে দেওয়া বিবৃতিতে একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রিয়াংকা সোনায় তার অংশীদারত্ব থেকে সরে এসেছেন।

আরও পড়ুন -  Local Train: একগুচ্ছ লোকাল ট্রেন শনি ও রবিবার বাতিল শিয়ালদহ শাখায়, ভোগান্তির আশঙ্কা নিত্যযাত্রীদের

মনীশ জানিয়েছেন, এ রেস্তোরাঁ খোলার ভাবনা এসেছিল প্রিয়াংকার মাথা থেকেই। রেস্তোরাঁটির ডেকোরেশন এবং খাবার পরিবেশনার ধরনও ছিল তার মতো করে। আমরা তার অংশীদারত্ব ও সমর্থনের জন্য কৃতজ্ঞ। তিনি এর পর থেকে আমাদের সঙ্গে সরাসরি অংশীদার হিসেবে না থাকলেও সোনা পরিবারের একটা অংশ হয়ে থাকবেন।

আরও পড়ুন -  Esha Gupta: অন্তর্বাস ছাড়াই ভিডিও শেয়ার করলেন এষা গুপ্তা, ‘আশ্রম 3’ হিট হওয়ার জন্য

প্রিয়াংকাকে সর্বশেষ দেখা গেছে হলিউড সিনেমা ‘লাভ এগেইন’-এ। গত ৫ মে মুক্তি পেয়েছিল। ছবিটিতে তার সঙ্গে আছেন স্যাম হিউগান এবং সেলিন ডিয়ন। তার অভিনীত ‘হেডস অব স্টেট’ নামে আরেকটি হলিউড ছবি রয়েছে মুক্তির অপেক্ষায়।

ছবিঃ সংগৃহীত।