মাত্র ৫১ হাজার টাকায়, ১০০ কিমি মাইলেজের ইলেকট্রিক স্কুটার, ফির্চাস গুলি দেখুন

Published By: Khabar India Online | Published On:

মাত্র ৫১ হাজার টাকায়,১০০ কিমি মাইলেজের ইলেকট্রিক স্কুটার, ফির্চাস গুলি দেখুন।

এখন ভারতের বাজারে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখীর কারণে পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির চাহিদা কম হচ্ছে। পরিবর্তে ইলেকট্রিক গাড়ি, বাইক এবং স্কুটারের চাহিদা দিন দিন বাড়ছে।

ভারতের বাজারে গ্রাহকদের চাহিদার কথা মনে করে ইতিমধ্যে একাধিক কোম্পানি তাদের চিরাচরিত পেট্রোল বা ডিজেল ইঞ্জিনের গাড়ি নির্মাণ বন্ধ রেখে, এখন ইলেকট্রিক গাড়ি নির্মাণের উপর জোর দিয়েছে। একাধিক নতুন কোম্পানি দুর্দান্ত ফির্চাস সহ এখন ভারতের বাজারে ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে।

আরও পড়ুন -  পরপুরুষের দিকে লোভ বিছানায় সুখ না পেয়ে, আগে ‘প্রাইভেসি’ খুঁজে, তারপর এই সিরিজ দেখুন

এমন একটি দুর্ধর্ষ টেকনোলজির সাথে পরিচয় করিয়ে দিতে চলেছি, যেটি জানার পর ইলেকট্রিক গাড়ির ব্যাটারি ব্যাক-আপ নিয়ে কখনও দুশ্চিন্তায় পড়বেন না। দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারে একবার সম্পূর্ণ চার্জ করলে 100 কিলোমিটার মাইলেজ পাবেন।

আরও পড়ুন -  নতুন Yamaha RX100, বাইকপ্রেমীদের জন্য বড় আপডেট! ২৫০ সিসির ইঞ্জিন নিয়ে লঞ্চ হবে

রাফতার গ্যালাক্সি ইলেক্ট্রিক স্কুটারের কথা বলা হয়, ভারতের বাজারে মাস তিনেক আগে লঞ্চ করা হয়েছিল কম দামের এই ইলেকট্রিক স্কুটারটি। কোম্পানির তরফ থেকে স্কুটারটির দাম নির্ধারণ করা হয়েছিল 51,741 টাকা। ভারতের সবচেয়ে কম দামের ইলেকট্রিক স্কুটারগুলির মধ্যে এটি একটি।

আরও পড়ুন -  Saffron: জাফরান অত্যন্ত কার্যকরী ত্বকের যত্নে

রাফতার গ্যালাক্সি ইলেক্ট্রিক স্কুটারের অবিশ্বাস্য বৈশিষ্ট্য সম্পর্কে বলি, এতে আপনি লিথিয়াম আয়ন-এর 64V/30Ah ক্যাপেসিটিওয়ালি বিদ্যুৎ প্যাক দেখতে পাবেন। যেটা সম্পূর্ণ চার্জ হতে মাত্র 4 ঘন্টা সময় লাগবে। এই গাড়িতে ডিজিটাল ওডোমিটার, ব্যাটারি ইন্ডিকেটর, ইউএসবি পোর্ট এবং ওয়েদার আপডেটের মত দুর্দান্ত সুবিধা রয়েছে।