ভারতের মানুষদের কাছে সোনা এবং রূপোর বিকল্প কিছুই নেই। যত ভালো বিনিয়োগ প্রকল্প আসুক। যদি সোনা এবং রূপোর কেনার কথা ভাবনা চিন্তা করছেন।
জানিয়ে রাখি সম্প্রতি সোনা ও রূপোর দাম অনেকটা কমেছে। বিশেষজ্ঞদের মতে, যদি শীঘ্রই সোনা না কিনেন, পরে অনুতপ্ত হতে হবে। আগামী দিনে দাম উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেতে পারে।
বুধবার ব্যবসায়িক সপ্তাহের তৃতীয় দিনের দশ গ্রাম সোনার দাম রেকর্ড করা হয়েছে ৫৮ হাজার টাকায়। সাথে প্রতি কেজি রূপোর দাম হয়েছে ৭০ হাজার টাকার একটু বেশি।
এই মুহূর্তে বুলিয়ান মার্কেটে সোনা কেনার কথা ভাবেন তাহলে আর দেরি না করা ভালো। সোনা কেনার আগেই সমস্ত ক্যারেট অনুযায়ী দাম দেখে নিতে হবে। Ibja এর ওয়েবসাইট অনুযায়ী ২৪ ক্যারেট সোনার দাম এই মুহূর্তে প্রতি ১০ গ্রামে ৫৮ হাজার ৬০৭ টাকা। সাথে ২২ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৩,৯৯৯ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৪৪,১৩২ টাকা। ১৪ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৩৪,৪২৩ টাকা। অপরদিকে ৯৯৯ বিশুদ্ধতার এক কেজির রূপোর দাম ৭০,১৬০ টাকা।
যদি সামনেই কোন বিয়ের অনুষ্ঠান থাকে বা সোনায় বিনিয়োগ করার চিন্তা করে থাকেন তাহলে এখন সেই কাজ করে ফেলতে পারেন। সোনার দাম অন্যান্য দিনের তুলনায় অনেকটাই কম আছে। রেকর্ড দামে তুলনায় অনেকটাই নিম্নমুখী আছে সোনার দাম। কেন্দ্রীয় সরকার প্রতি শনিবার ও রবিবার বাদে বাকি সব দিন সোনার দাম জারি করে।