30 C
Kolkata
Thursday, May 16, 2024

বস্ত্র মন্ত্রক #Local4Diwali প্রচার কর্মসূচির সূচনা করেছে

Must Read

খবরইন্ডিয়াঅনলাইন, নয়াদিল্লিঃ হস্তশিল্প ভারতের গৌরবোজ্জ্বল সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। আমাদের দেশের জীবিকা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উৎস হল এই হস্তশিল্প। এর মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন নিশ্চিত হয় কারণ হস্তশিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা এবং অন্যান্য কর্মীদের ৫৫ শতাংশই মহিলা।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সকলের কাছে আহ্বান জানিয়েছেন, ভারতীয় হস্তশিল্পের ব্যবহার বাড়ানোর জন্য এবং আরও বেশি করে মানুষের কাছে এ বিষয়ে প্রচার চালানোর জন্য। বস্ত্র মন্ত্রক এই প্রসঙ্গে একটি আবেদন করেছে :-

আরও পড়ুন -  করোনা আবহে মাস্কে জাতীয় পতাকার প্রতিকী ব্যবহার

প্রধানমন্ত্রীর ৯ই নভেম্বরের আহ্বানে উৎসাহিত হয়ে আসুন আমরা সকলে স্থানীয় বস্ত্র শিল্প এবং হস্তশিল্পের ব্যবসাকে সাহায্য করার জন্য এগিয়ে আসি।

মাটির একটি প্রদীপ, দেশীয় পদ্ধতিতে নির্মিত পর্দা, বিছানার চাদর বা হস্তশিল্পের ঘর সাজানোর কিছু জিনিস যেগুলি আপনি আপনার কাছের মানুষদের উপহার দেন, এই দীপাবলিতে এগুলির প্রত্যেকটিরই গুরুত্ব রয়েছে।

আরও পড়ুন -  মানিকচক বিদ্যুৎ অফিসে ব্যাপক ভাঙচুর বিক্ষুব্ধ জনতার

দীপাবলির জন্য তন্তুবায়, হস্তশিল্পী এবং স্থানীয় ছোট ছোট ব্যবসায়ীদের উৎসাহিত করতে আপনার ট্যুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে #Local4Diwali ব্যবহার করুন।

আপনার পছন্দের সামগ্রী – সেটি পোশাক হতে পারে বা অন্য কোনও হস্তশিল্পের পণ্য হতে পারে, তার একটি ছবি তুলুন। সেটিকে পোস্ট করুন যেটি এই দীপাবলি উপলক্ষে আপনি কিনেছেন।

আরও পড়ুন -  ব্যক্তিগত বচসা নিয়ে ক্লাসের মধ্যেই দুই ছাত্রীর চুলোচুলি, ভাইরাল সেই ভিডিও!

যাঁর থেকে কিনলেন তাঁর ছবিও #Local4Diwali-তে পোস্ট করুন। এইভাবে এই সমস্ত মানুষের সঙ্কটের এই সময়ে তাঁদের পাশে দাঁড়ান। আপনার সাহায্যের মধ্য দিয়ে এঁরা এই দরকারের সময়ে উপকৃত হবেন, ঘুরে দাঁড়াতে পারবেন। সূত্র – পিআইবি।

Latest News

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়

Bhojpuri: রোমান্সের তুফান কাজল রাঘওয়ানির সঙ্গে খেসারি লাল যাদব, ভিডিওটি দারুন লোভনীয়।  ভোজপুরী ভিডিও সং। ভোজপুরী ভিডিও সং: সংস্কৃতি, ঐতিহ্য এবং...
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img