নীতিন গড়করি, টোল প্লাজা নিয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করলেন

Published By: Khabar India Online | Published On:

কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তর সম্প্রতি ভারতে টোল ব্যবস্থা নিয়ে বেশ কিছু নতুন পরিবর্তন এনেছেন। কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সারাদেশে টোল ট্যাক্স নিয়ে একটি নতুন পরিবর্তনের পরিকল্পনা করছেন।

এবার মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে চলাচলকারী যানবাহনের চালকদের বেশি সুবিধা হতে চলেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কেন্দ্রীয় সরকার এবারে ব্যারিয়ারলেস টোল কালেকশন চ্যানেল স্থাপন করতে চলেছে প্রত্যেকটি টোল প্লাজাতে।

আরও পড়ুন -  Taliban Meeting: মস্কোয় সবচেয়ে বড় বৈঠকে যোগ দিয়েছে তালেবান নেতৃত্ব

এই প্রণালী অনুযায়ী চালকদের টোল বুথে শুধুমাত্র ৩০ সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপর চালকরা গাড়ি নিয়ে এগিয়ে যেতে পারবেন, টোল ট্যাক্স নিয়ে নেওয়া হবে।

কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বুধবার এই সম্পর্কে একটি বক্তব্য রেখেছেন যাতে তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার এবারে ব্যারিয়ারলেস টোল সংগ্রহ প্রণালী চালু করতে চলেছে খুব শীঘ্রই।

আরও পড়ুন -  SBI: ছুটতে হবে ব্যাংকে, জরুরী নির্দেশ দিল State Bank of India

টেস্টিং যদি সফল হয়ে যায় তাহলে খুব দ্রুত সমস্ত জায়গায় এই টোল প্রণালী চালু হবে। সব ঠিক থাকলে এই বছর নাগাদ এই নতুন প্রণালী চালু হয়ে যাবে প্রত্যেকটি টোল প্লাজাতে। এর মধ্যেই বেশ কিছু জায়গায় এই টেস্টিং শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে ভারত সরকারের তরফে।

এই নতুন প্রণালী তে একটি ক্যামেরা টেকনোলজি ব্যবহার করা হবে। এটির মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, সেই গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করে টোল প্লাজা অবধি এসেছে। নীতিন গরকরি আরও জানিয়েছেন, এই যোজনা শুরু হয়ে গেলে তারপর নতুন ব্যবস্থা শুরু হবে। সর্বাধিক ৩০ সেকেন্ড থেকে ৩৫ সেকেন্ডের মধ্যে যেকোনো গাড়ি টোল প্লাজা দিয়ে বেরিয়ে যেতে পারবে। ফলে একদিকে যেমন টোল প্লাজাতে যানজট কমবে, আবার লাভ হবে চালকদের।

আরও পড়ুন -  Bhojpuri Video: পবন সিং অক্ষরার প্রেমে মাতাল হলেন বেডরুমে, ভাইরাল ভিডিও