উত্তেজনা আছে ভরপুর, উল্লু-র এই ওয়েব সিরিজে, বাচ্চাদের সামনে একদম দেখবেন না

Published By: Khabar India Online | Published On:

মানুষ এখন বিনোদনের জন্য ওয়েব প্ল্যাটফর্মকে খুব ভালো বাসেন। নানান রকমের টক-মিষ্টি-ঝাল ওয়েব মিডিয়াতে বহু সিরিজ রিলিজ হচ্ছে। তার রস চেটেপুটে গ্রহণ করছেন নেটভক্তরা।

সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা হোক না কেন,বাড়িতে বসে সিরিজ দেখার আলাদা মজা আছে। এটা এখনকার দর্শকরা বুঝে নিয়েছেন।

অবশ্যই প্রাইভেসি মেনে দেখা উচিৎ। এই ধরনের ওয়েব সিরিজগুলিতে অতিরিক্ত শরীরী খেলা দেখানো হয়। বড়দের সামনে অথবা ছোটদের সামনে একেবারেই দেখা যাবে না। সম্প্রতি বোল্ড ওয়েব সিরিজ নিয়ে চর্চা হচ্ছে। বিভিন্ন ওয়েব প্ল্যাটফর্ম যেমন-উল্লু তে শারীরিক সম্পর্ককে নিয়ে বহু গল্প সিরিজ রিলিজ করে।

আরও পড়ুন -  হট ডান্স নম্ভ্রতা মাল্লার, সাদা লেহেঙ্গায় এই স্টাইলে, ঘুম উড়বে রাতের ভিডিও দেখলে, Video Watch

এই প্রজন্ম তাদের প্রত্যেকের হাতেই এখন একটা করে স্মার্ট ফোন আছে। তাদের অতিরিক্ত ব্যস্তময় জীবনে যখন টেলিভিশনের সিনেমা দেখার সময় নেই। তখন তারা রাতে স্মার্ট ফোন দিয়ে OTT প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করছে। এই সিরিজগুলো দেখতে গেলে প্রাইভেসি মেনে দেখতে হবে।

কিন্তু এটা বললেও ভুল হবে, শুধুমাত্র নতুন প্রজন্ম নয়,পুরনো প্রজন্মের মানুষরাও এই ধরনের প্লাটফর্মে গিয়ে সিরিজ দেখে আসেন।

বর্তমানে মানুষের হাতে সময় কমে গেছে, তাই এই ধরনের প্লাটফর্মে ওয়েব সিরিজগুলোর প্রতি আগ্রহী, কারণ এখানে সময় কম লাগে। ছোটগল্পকে কম সময়ের মধ্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা হয়। উল্লু তে এই ওয়েব সিরিজ এর ট্রেলার ভাইরাল হয়েছে। নামটি হল লাল লিহাফ পার্ট ওয়ান।

আরও পড়ুন -  Web Series: অন্ধ যুবকের সাথে শরীরের খিদে মেটালেন এই যুবতী, একদম একলা দেখবেন

এই সিরিজটির ডিরেক্টর জাসবির ভাটি। কুসুম চরিত্রে অভিনয় করেছেন স্নেহা পাল। সুহানি চরিত্রে আলিশা শর্মা, আন্স চরিত্রে সুরাজ সোনি এবং মহেশ চরিত্রে মানিশ মিশ্র অভিনয়ে আছেন।

এখন সামনে এসেছে, laal lihaaf এর পার্ট টু। এতে অভিনয় করেছেন স্নেহা পাল, শালিনী সহায়, আলিশা শর্মা, সুরজ সোনি ও মনীশ মিশ্র। সিরিজ দেখে বুঝতে পারবেন, গল্পের পদে পদে আছে উষ্ণতায় ভরা।

আরও পড়ুন -  Short Film: শর্টফিল্মে ফুলশয্যার ঘনিষ্ঠ দৃশ্য, দেখবেন না সবার সামনে

অবশ্যই এটি দেখতে গেলে প্রাইভেসি নিয়ে দেখতে হবে। এখানে প্রথমেই দেখা যাচ্ছে বড় বাড়িতে কয়েকজন রয়েছে। দুই নারীর মাঝে কথোপকথন হয়। একজন পুরুষ এর প্রবেশ হয়। তার একজন কে খুব পছন্দ হয়ে যায়। এরপর কি হলো? সেটা জানতে বা দেখতে হবে পুরো সিরিজ। কখনোই ছোটদের সামনে ভিডিওটি দেখবেন না। এখানে টুকরো অংশ দেখে নিতে পারেন।