১৬ জনের প্রাণহানি ক্রেন ভেঙে

Published By: Khabar India Online | Published On:

১৬ জনের প্রাণহানি ক্রেন ভেঙে।

ক্রেন ভেঙ্গে অন্তত ১৬ জন নিহত হয়েছেন মহারাষ্ট্রের থানে জেলার শাহপুরে নির্মাণাধীন সমৃদ্ধি এক্সপ্রেসওয়েতে। আহত হয়েছেন তিনজন। ধ্বংসস্তূপে আরও পাঁচজন আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবার রাতে নির্মাণকাজ চলাকালীন এই দুর্ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্মাণকাজের সময় গার্ডার মেশিনের সাথে সংযোগকারী ক্রেন ও স্ল্যাব ১০০ ফুট উঁচু থেকে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সাথে মৃতদেহগুলোকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন -  Ship Fire: নেদারল্যান্ডসের উপকূলে জাহাজ পুড়ছে ৩ হাজার গাড়ি সহ, নিহত ১

মুম্বাই-নাগপুর এক্সপ্রেসওয়ে গত ডিসেম্বরে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রত্যক্ষদর্শীরা জানান, আচমকাই একটি ক্রেন ভেঙ্গে শ্রমিকদের উপর পড়ে। পুলিশ এবং ফায়ার ব্রিগেডের কর্মীসহ অন্যান্য জরুরি পরিষেবার কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।

আরও পড়ুন -  নামতে গিয়ে পর্বতারোহীর মৃত্যু, অক্সিজেন ছাড়া

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে শাহপুরের সরলামবে গ্রামের কাছাকাছি শ্রমিকরা সমৃদ্ধি এক্সপ্রেসওয়ের তৃতীয় স্তর নির্মাণের কাজ করছিলেন। সেই সময়ে গার্ডার লঞ্চ ভেঙে পড়লে দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন -  Missile Attacks: ক্ষেপণাস্ত্র হামলা, ইউক্রেনের বিভিন্ন শহরে

উল্লেখ্য, গার্ডার লঞ্চিং মেশিন একটি বিশেষ ক্রেন, যেটা বড় বড় ইস্পাতের বিম বা গার্ডার সরাতে পারে। হাইওয়ে এবং রেলসেতু নির্মাণসহ বড় ভবনের ভিত্তি তৈরিতে এই ক্রেন ব্যবহার হয়।

সূত্রঃ এনডিটিভি, ইন্ডিয়া টাইমস। ছবিঃ সংগৃহীত