বেআইনিভাবে আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার

Published By: Khabar India Online | Published On:

সুমিত ঘোষ, খবরইন্ডিয়াঅনলাইন, মালদাঃ বেআইনিভাবে আধার কার্ড তৈরি চক্রের এক পাণ্ডাকে গ্রেপ্তার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ৷ ধৃতের নাম সাদ্দাম হোসেন৷ বাড়ি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মহকুমার রঘুনাথগঞ্জ থানার রহমানপুর গ্রামে৷ গতকাল রাতে মালদা শহরের রথবাড়ি মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়৷ সাতদিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে আজ তাকে জেলা আদালতে পেশ করা হয়েছে৷

আরও পড়ুন -  বিশিষ্ট সাংবাদিক কমল ভট্টাচার্য (কমলদা) রবিবার আমাদের ছেড়ে চলে গেলেন এক অজানা জগৎ -এ

মালদা জেলায় বেশ কিছুদিন থেকেই বেআইনিভাবে আধার কার্ড তৈরির একটি চক্র কাজ করছে৷ এর আগে হরিশ্চন্দ্রপুরে এমনই এক চক্রের সঙ্গে জড়িত দু’জনকে গ্রেপ্তার করে পুলিশ৷ এনিয়ে পুলিশে একটি অভিযোগ দায়ের হয়৷ হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সেই ঘটনার তদন্ত শুরু করলেও পরবর্তীতে তা জেলা সাইবার ক্রাইম থানার উপর বর্তায়৷ তদন্ত শুরু করে সাইবার ক্রাইম থানার আধিকারিকরা জানতে পারেন, এই চক্রের মূল ডেরা হরিশ্চন্দ্রপুরেই৷ সেখানে একাধিক জায়গায় এই চক্র কাজ করছে৷ তদন্তেই উঠে আসে সাদ্দামের নাম৷ দীর্ঘদিন ধরে নজরদারির পর গতকাল রাতে শেষ পর্যন্ত সাদ্দামকে গ্রেপ্তার করা হয়৷

আরও পড়ুন -  Virat Kohli: মুগ্ধ গোটা বিশ্ব, বিরাটের পারফরম্যান্সে, “ঝুমে জো পাঠান” গানে অবিশ্বাস্য নাচ